ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah Metro Inauguration: শিয়ালদা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, থাকবেন মেয়রও - Sealdah Metro Rail Inauguration Programme

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Invites CM Mamata Banerjee in Inauguration Programme of Sealdah Metro) ৷ আজ মেট্রো রেল সূত্রে এ কথা জানানো হয়েছে ৷

kolkata-metro-rail-invites-cm-mamata-banerjee-in-inauguration-programme-of-sealdah-metro
শিয়ালদা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, থাকবেন মেয়রও
author img

By

Published : Jul 10, 2022, 3:58 PM IST

Updated : Jul 10, 2022, 4:46 PM IST

কলকাতা, 10 জুলাই: বিতর্ক তৈরি হতেই, ভুল শুধরাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর (Kolkata Metro Rail Invites CM Mamata Banerjee in Inauguration Programme of Sealdah Metro) ৷ আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ সঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে খবর ৷ আগেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণ জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

সোমবার 11 জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত না থাকায় শুরু হয় বিতর্ক ৷ রাজ্যের শাসকদল কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে সংকীর্ণ মানসিকাতর রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করে ৷ যা নিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ঘোষণা এবং প্রকল্পের শিলান্যাস করেছিলেন ৷ আর এখন এই গুরুত্বপূর্ণ স্টেশনের উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ না জানানো, বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি ৷ এমনকি বিজেপির বিরুদ্ধে নাম কামানোর রাজনীতির অভিযোগ করেন ফিরহাদ ৷

এই বিতর্ক আরও কয়েকগুণ বাড়িয়ে দেন রাজ্য বিজেপির নেতারা ৷ বিশেষ করে দিলীপ ঘোষ ৷ তিনি বলেই দেন, কেন্দ্র যা করেছে ঠিক করেছে ৷ ভবিষ্যতেও এমনটাই করা উচিত ৷ রাজনৈতিক এই তর্ক-বিতর্কের মাঝেই এ দিন মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শিয়ালদা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত থাকছেন ৷ এমনকি রাজ্যপাল এবং কলকাতার মেয়রকেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে ৷ আগেই স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:Sealdah Metro: 11 জুলাই উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রোর, থাকতে পারেন স্মৃতি ইরানি

তবে, এই পাঁচজন শুধু নন ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গিয়েছে ৷ ফলে উত্তর কলকাতা চৌরঙ্গি বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায়কেও শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

Last Updated : Jul 10, 2022, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details