কলকাতা, 10 জুলাই: বিতর্ক তৈরি হতেই, ভুল শুধরাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর (Kolkata Metro Rail Invites CM Mamata Banerjee in Inauguration Programme of Sealdah Metro) ৷ আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ সঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে খবর ৷ আগেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণ জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
সোমবার 11 জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত না থাকায় শুরু হয় বিতর্ক ৷ রাজ্যের শাসকদল কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে সংকীর্ণ মানসিকাতর রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করে ৷ যা নিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ঘোষণা এবং প্রকল্পের শিলান্যাস করেছিলেন ৷ আর এখন এই গুরুত্বপূর্ণ স্টেশনের উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ না জানানো, বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি ৷ এমনকি বিজেপির বিরুদ্ধে নাম কামানোর রাজনীতির অভিযোগ করেন ফিরহাদ ৷