পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah Metro Inauguration: শিয়ালদা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, থাকবেন মেয়রও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Invites CM Mamata Banerjee in Inauguration Programme of Sealdah Metro) ৷ আজ মেট্রো রেল সূত্রে এ কথা জানানো হয়েছে ৷

kolkata-metro-rail-invites-cm-mamata-banerjee-in-inauguration-programme-of-sealdah-metro
শিয়ালদা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, থাকবেন মেয়রও

By

Published : Jul 10, 2022, 3:58 PM IST

Updated : Jul 10, 2022, 4:46 PM IST

কলকাতা, 10 জুলাই: বিতর্ক তৈরি হতেই, ভুল শুধরাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর (Kolkata Metro Rail Invites CM Mamata Banerjee in Inauguration Programme of Sealdah Metro) ৷ আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ সঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে খবর ৷ আগেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণ জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

সোমবার 11 জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত না থাকায় শুরু হয় বিতর্ক ৷ রাজ্যের শাসকদল কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে সংকীর্ণ মানসিকাতর রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করে ৷ যা নিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ঘোষণা এবং প্রকল্পের শিলান্যাস করেছিলেন ৷ আর এখন এই গুরুত্বপূর্ণ স্টেশনের উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ না জানানো, বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি ৷ এমনকি বিজেপির বিরুদ্ধে নাম কামানোর রাজনীতির অভিযোগ করেন ফিরহাদ ৷

এই বিতর্ক আরও কয়েকগুণ বাড়িয়ে দেন রাজ্য বিজেপির নেতারা ৷ বিশেষ করে দিলীপ ঘোষ ৷ তিনি বলেই দেন, কেন্দ্র যা করেছে ঠিক করেছে ৷ ভবিষ্যতেও এমনটাই করা উচিত ৷ রাজনৈতিক এই তর্ক-বিতর্কের মাঝেই এ দিন মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শিয়ালদা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত থাকছেন ৷ এমনকি রাজ্যপাল এবং কলকাতার মেয়রকেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে ৷ আগেই স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:Sealdah Metro: 11 জুলাই উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রোর, থাকতে পারেন স্মৃতি ইরানি

তবে, এই পাঁচজন শুধু নন ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গিয়েছে ৷ ফলে উত্তর কলকাতা চৌরঙ্গি বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায়কেও শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

Last Updated : Jul 10, 2022, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details