পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

75 Years of Independence Day স্বাধীনতার পঁচাত্তর বছরে নব কলেবরে মেট্রোর স্মার্ট কার্ড - kolkata metro rail introduces new smart card for celebrate 75 years of independence

দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ৷ স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষ্যে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি চলছে ৷ এবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর উদ্যোগে সামিল হল কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Introduce New Smart Card) ৷ সোমবার থেকে মেট্রোরেলে চালু হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ লেখা নতুন স্মার্ট কার্ড ৷

75 Years of Independence Day
নব কলেবরে মেট্রো স্মার্ট কার্ড

By

Published : Aug 13, 2022, 11:02 PM IST

কলকাতা, 13 অগস্ট: আগামী সোমবার 75তম স্বাধীনতা দিবস । সেই উপলক্ষ্যে নতুন রূপে মেট্রোরেলের স্মার্ট কার্ড । এবার মেট্রো কার্ডে লেখা থাকবে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ৷ শনিবার এই কার্ডের উদ্বোধন হয়েছে (Kolkata Metro Introduce New Smart Card) ৷

75তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে । দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। তারই অঙ্গ হিসাবে এদিন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ উদ্বোধন করল ‘আজাদি কা অমৃত মহোৎসব’ লেখা লোগো-সহ নতুন স্মার্ট কার্ড ৷ কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এই কার্ডটির উদ্বোধন করেছেন ।

আরও পড়ুন: এবার মেট্রোর প্ল্যাটফর্মের দেওয়ালেও পড়বে বিজ্ঞাপন

নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট, এই দুই মেট্রোরেল করিডোরের যাত্রীরাও এই নতুন স্মার্ট কার্ড কিনতে পারবেন । সোমবার সবকটি মেট্রোরেলের কাউন্টার থেকে কেনা যাবে এই স্মার্ট কার্ড । কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, স্বাধীনতা দিবসে বিপ্লবীদের 200 বছরের কঠিন স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের কথা মনে করিয়ে দিতে প্রায় 2.30 লক্ষ স্মার্ট কার্ড বিক্রি করার লক্ষমাত্রা স্থির করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details