কলকাতা, 13 অগস্ট: আগামী সোমবার 75তম স্বাধীনতা দিবস । সেই উপলক্ষ্যে নতুন রূপে মেট্রোরেলের স্মার্ট কার্ড । এবার মেট্রো কার্ডে লেখা থাকবে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ৷ শনিবার এই কার্ডের উদ্বোধন হয়েছে (Kolkata Metro Introduce New Smart Card) ৷
75তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে । দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। তারই অঙ্গ হিসাবে এদিন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ উদ্বোধন করল ‘আজাদি কা অমৃত মহোৎসব’ লেখা লোগো-সহ নতুন স্মার্ট কার্ড ৷ কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এই কার্ডটির উদ্বোধন করেছেন ।