কলকাতা, 1 ফেব্রুয়ারি:বাড়ানো হচ্ছে দিনের শেষ মেট্রোর সময়। এবার থেকে নর্থ-সাউথ মেট্রো পরিষেবার শেষ ট্রেন মিলবে রাত 9.30 মিনিটে। এই পরিষেবা শুরু হচ্ছে বুধবার থেকেই (Metro Service Increase)। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে, কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। যেমন বাড়ানো হচ্ছে দিনের শেষ মেট্রোর সময়, তেমনভাবেই বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। 270টির পরিবর্তে বুধবার থেকে চলবে 276টি ট্রেন (138টি আপ এবং 138টি ডাউন)। শনিবার 224টির পরিবর্তে চলবে 230টি ট্রেন (115টি আপ এবং 115টি ডাউন)। রবিবার ছুটির দিন 114টি ট্রেনের পরিবর্তে চলবে 120টি ট্রেন (60টি আপ এবং 60টি ডাউন)।
করোনার তৃতীয় ঢেউয়ের জেরে স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যে মেট্রো পরিষেবা অনেক কাটছাঁট করতে হয়েছে। এগিয়ে নিয়ে আসা হয়েছে দিনের শেষ মেট্রোর সময়। তবে আবারও করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সোমবার রাজ্য সরকারের তরফে যে করোনা নিষেধাজ্ঞা জারি করা হয়, তাতেও আনা হয়েছে শিথিলতা। আর তারপরেই আজ থেকে মেট্রোয় চালু হয়েছে টোকেন পরিষেবা। বুধবার থেকে দিনের শেষ মেট্রোর সময়সীমাও বাড়ানো হচ্ছে।
সোমবার থেকে শনিবার দিনের প্রথম ট্রেন দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টার সময়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়। দিনের শেষ পরিষেবা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9.18 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9.30 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9.30 মিনিটে।
আরও পড়ুন: আগামিকাল থেকে মেট্রোয় ফিরছে টোকেন পরিষেবা
রবিবার দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম ট্রেন ছাড়বে সকাল 10টার সময়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার রবিবার প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টায়। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9.18 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়বে রাত 9.30 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.30 মিনিটে।