কলকাতা, 11 নভেম্বর : গতকাল নোয়াপাড়া- দক্ষিনেশ্বর মেট্রো প্রকল্পের কাজের পরিদর্শনে যান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশী । জেনেরাল ম্যানেজার মনোজ জোশীর সঙ্গে মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর পদস্থ আধিকারিকরা পরিদর্শনে যান । তাঁরা পুরো চত্বরটি ট্রলিতে করে পরিদর্শন করেন। বরানগর ও দক্ষিনেশ্বরের মেট্রো স্টেশনগুলি পরিদর্শন করেন তাঁরা ।
এই পর্যায়ের কাজের অগ্রগতি ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখেন তাঁরা । রেল ট্র্যাক থেকে শুরু করে সিগনালিং ব্যবস্থা, প্রবেশ ও বাহিরের পথ এবং যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের দিকগুলিও খুঁটিয়ে দেখা হয়। মোটের উপর স্টেশনগুলির কাজ কতটা এগিয়েছে এবং আর কী কী কাজ বাকি রয়েছে সেই সবও দেখেন তাঁরা ।