পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামী মাসেই হতে পারে নোয়াপাড়া-দক্ষিনেশ্বর মেট্রোর ট্রায়াল রান - নোয়াপাড়া- দক্ষিনেশ্বর মেট্রো

সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক এগোলে আগামী মাসের প্রথমের দিকে চালু হতে পারে এই অংশে ট্রায়াল রান ।

নোয়াপাড়া- দক্ষিনেশ্বর মেট্রো
নোয়াপাড়া- দক্ষিনেশ্বর মেট্রো

By

Published : Nov 11, 2020, 6:17 AM IST

কলকাতা, 11 নভেম্বর : গতকাল নোয়াপাড়া- দক্ষিনেশ্বর মেট্রো প্রকল্পের কাজের পরিদর্শনে যান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশী । জেনেরাল ম্যানেজার মনোজ জোশীর সঙ্গে মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর পদস্থ আধিকারিকরা পরিদর্শনে যান । তাঁরা পুরো চত্বরটি ট্রলিতে করে পরিদর্শন করেন। বরানগর ও দক্ষিনেশ্বরের মেট্রো স্টেশনগুলি পরিদর্শন করেন তাঁরা ।

এই পর্যায়ের কাজের অগ্রগতি ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখেন তাঁরা । রেল ট্র্যাক থেকে শুরু করে সিগনালিং ব্যবস্থা, প্রবেশ ও বাহিরের পথ এবং যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের দিকগুলিও খুঁটিয়ে দেখা হয়। মোটের উপর স্টেশনগুলির কাজ কতটা এগিয়েছে এবং আর কী কী কাজ বাকি রয়েছে সেই সবও দেখেন তাঁরা ।

সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক এগোলে আগামী মাসের প্রথমের দিকে চালু হতে পারে এই অংশে ট্রায়াল রান । এখানেও স্বয়ংক্রিয় ইঞ্জিন ব্যবহার করা হবে।

ইঞ্জিনের পরীক্ষামূলক দৌড় শুরু হবে দ্রুত । তারপর মেট্রো রেলওয়ে ও RVNL যৌথভাবে চালাবে ট্রায়াল রান । কাজ সম্পন্ন হওয়ার পর কলকাতা মেট্রোর হাতেই থাকবে ট্রেন চালানোর দায়িত্ব । নির্মাণের কাজ হচ্ছে RVNL-এর তত্ত্বাবধানে । ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সফটওয়ার (TPWS)-এর সাহায্যে যে কোনও ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব । এই সফটওয়ারটি জার্মানির থেকে আনা হবে ।

ABOUT THE AUTHOR

...view details