কলকাতা, 8 জুলাই : কলকাতার শ্রী গণেশ জুয়েলারি হাউজ়কে শোকজ় করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । বেআইনিভাবে 7 হাজার 220 কোটি টাকা বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে । ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এনফোর্সমেন্ট অ্যাক্টের অধীন ED-র করা এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অঙ্কের শোকজ় নোটিস ।
ED-র তরফে জানানো হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন, ভারতের বাইরে বৈদেশিক মুদ্রা রাখা এবং রপ্তানি আয় মোট 7 হাজার 220 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার জন্য এই শোকজ় নোটিস পাঠানো হয়েছে । নির্দেশিকাটি দিয়েছেন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এনফোর্সমেন্ট কলকাতার এক আধিকারিক । তিনি ED-র স্পেশাল ডিরেক্টর ।