কলকাতা, 17 ডিসেম্বর : শেষ প্রচার পর্ব ৷ শুক্রবার বিকেল 5টার পর শহরে শুরু হয়েছে সাইলেন্স জোন। কলকাতা পুরভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে 48 ঘন্টা আগে থেকেই শহরে জারি হয়েছে 144 ধারা (Section 144 has been issued in the city 48 hours before election)। 144 টি ওয়ার্ডের প্রশাসনিক এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। নির্বাচনের দিন শুধু জেলা নয় কলকাতার আশপাশের অঞ্চল থেকেও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন কমিশনের তরফে কঠোর বার্তা দেওয়া হয়েছে শহরের পুলিশ প্রশাসনকে। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচলও। রবিবার তথা নির্বাচনের দিন বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিংমল ও বেসরকারি অফিসগুলিও। কোনও ধরনের জমায়েত হলেই পুলিশকে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কমিশন।