কলকাতা, 30 অগস্ট:কলকাতা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর, তবে সবচেয়ে কম সুরক্ষিত শহর দিল্লি (Kolkata is one of the safest)। অতএব মোদি-শাহের দেশের মহিলা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) থেকে এটা শেখা উচিত যে, কীভাবে মহিলাদের সুরক্ষিত রাখতে হয় । কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে এই ভাষাতেই আক্রমণ করল তৃণমূল (TMC Slams Modi and Shah)।
বিজেপি নেতারা এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ নিয়ে সরব (PM Modi)। এই অবস্থায় রাজ্যের শাসকদলের হাতিয়ার কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট । এই অস্ত্রেই এ বার বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল রাজ্যের শাসকদল । মঙ্গলবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল, আইনশৃঙ্খলা প্রশ্নে মমতার শাসন দেশের জন্য পথপ্রদর্শক । বিগত সময়ে যখন এই আইনশৃঙ্খলা প্রশ্নে গেরুয়া শিবির ঘাসফুলের নেতাদের আক্রমণ করছিল, আজ তার পাল্টা হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ৷
তিনি বলেন, "এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া ।" একইসঙ্গে শশী পাঁজার কটাক্ষ, "ডবল ইঞ্জিন সরকার হয়ে বিজেপি শাসিত অসম, গোয়া বা মধ্যপ্রদেশ যা করে দেখাতে পারেনি, তা করে দেখিয়েছেন মমতা । পশ্চিমবঙ্গই মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য ।"