পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ বন্ধ রাখার আর্জি খারিজ হাইকোর্টের - আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

বউবাজারে স্ট-ওয়েস্ট মেট্রোর বকেয়া কাজ শুরু হওয়ার পর ফের ফাটল দেখা দিলে ক্ষতিগ্রস্তরা কাজ বন্ধ রাখার আর্জি জানান ৷ সেই আর্জি আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

Kolkata High Court
কলকাতা হাইকোর্ট

By

Published : Mar 19, 2020, 2:51 PM IST

কলকাতা, 19 মার্চ : ইস্ট-ওয়েস্ট মেট্রোর বকেয়া কাজ বন্ধ রাখার আর্জিতে সম্মতি দিল না কলকাতা হাইকোর্ট । ইস্ট-ওয়েস্ট মেট্রোর বকেয়া কাজ শুরু হতেই ফের ফাটল দেখা দেয় বউবাজার এলাকায় । অন্তত 36টি বাড়ি নতুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি মামলাকারীদের । পরশু দিন এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ক্ষতিগ্রস্তরা । আজ প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় ।

ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকদের তরফের আইনজীবী দীপঙ্কর ধর বলেন, ‘‘মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বজায় রাখতে পারেনি । কাজ শুরুর আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ওই এলাকায় নতুন করে আর কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না । তারপরও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । কিন্তু মেট্রো কর্তৃপক্ষ আমাদের উদ্বেগটা বুঝতে না পারায় আমরা আমাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাইছি।’’ অন্যদিকে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘মেট্রোরেল কর্তৃপক্ষ কোনও প্রতিশ্রুতি ভঙ্গ করেনি । সমস্ত কিছুই বিশেষজ্ঞদের পরামর্শ মতোই হচ্ছে।’’

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নির্দেশ দেন, বর্তমান পরিস্থিতি কী এবং ক্ষতিগ্রস্তদের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে আগামী 26 মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে । ওই দিন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে ।

হাইকোর্টের নির্দেশে কিছুদিন আগেই শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের আটকে থাকা কাজ । কিন্তু ইতিমধ্যেই বউবাজার এলাকায় নতুন করে 36টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এলাকার লোকজন ৷ আইনজীবী দীপঙ্কর ধর পরশুদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জানান, ‘‘গত অগাস্ট মাসে মেট্রো রেল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্থরা একটি পিটিশন দিয়ে জানান মেট্রোরেলের গর্ত খোঁড়ার জন্য তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে । কিন্তু তাতে কর্ণপাত করেনি মেট্রোরেল কর্তৃপক্ষ । তাই এখন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । কলকাতা হাইকোর্ট অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করুক । ’’

বাড়িতে ফাটল দেখা দেওয়ার পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ বন্ধ ছিল । তারপর আবার কলকাতা হাইকোর্ট চলতি বছরের 11 ই ফেব্রুয়ারি একটি নির্দেশে জানায় যে, কলকাতা মেট্রো রেল ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজ পুনরায় শুরু করতে পারে । সেই নির্দেশ মতোই বউবাজার এলাকায় শুরু হয়েছে আটকে থাকা কাজ । কিন্তু তারপর আবার দেখা দেয় ফাটল ৷ তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে কাজ যেমন চলছে তেমনই চলবে ।

ABOUT THE AUTHOR

...view details