কলকাতা 13 জানুয়ারি: গঙ্গাসাগরে পুণ্যস্নানে সম্মতি দিল কলকাতা হাইকোর্ট । তবে ই-স্নানে জোর দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ । পাশাপাশি যারা ই-স্নান করবেন রাজ্যকে তাঁদের উৎসাহ দিতে উপহার দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট ৷
এর আগে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের হলফনামায় সন্তুষ্ট ছিল না কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ফের বেলা চারটের সময় রাজ্যের এজিকে পুণ্যস্নানের বিষয়ে রাজ্য কী চিন্তাভাবনা করছে তা পরিষ্কার করে জানানোর নির্দেশ দেয় । যেহেতু এজি জানাতে পারেননি এই বিষয়ে রাজ্য ঠিক কী কী পদক্ষেপ নিয়েছে ।
আরও পডুন: গরমে হাঁসফাঁস গঙ্গাসাগর, পৌষে উধাও শীত
বুধবার মামলার শুনানিতে এজি বলেন, গঙ্গাসাগরের জল স্যালাইন ওয়াটার, নিরন্তর ঢেউ থাকায় পুণ্যার্থীরা স্নান করলেও খুব একটা অসুবিধা হবে না । কিন্তু, রাজ্যের এই বক্তব্যে তখন সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট । ফের চারটের সময় মামলার শুনানি হয় । এবার স্নানে সম্মতি দেয় কলকাতা হাইকোর্ট । তবে ই-স্নানেই জোর দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ । পাশাপাশি যারা ই-স্নান করবেন রাজ্যকে তাঁদের উৎসাহ দিতে উপহার দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট ৷
উল্লেখ্য, আগামীকাল ভোরে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানের তিথি ।