পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মহুয়া মৈত্রের মানহানির মামলা খারিজ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

2017 সালে বাবুল সুপ্রিয় এক নিউজ় চ্যানেলে এক বিতর্ক সভা থেকে মহুয়া মৈত্রকে অপমানজনক মন্তব‍্য করেন বলে অভিযোগ ।

Kolkata high court dismissed defamation plea against babul supriyo by mahua moitra
কলকাতা হাইকোর্টের বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

By

Published : Oct 14, 2020, 8:07 PM IST

কলকাতা, 14 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের করা মানহানির মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিবেক চৌধুরি আজ এই নির্দেশ দিয়েছেন । বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ, তিনি 2017 সালে বিরোধী দলের এক সাংসদকে গ্রেপ্তার করা নিয়ে একটি নিউজ় চ্যানেলের বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন । সেই বিতর্ক সভায় রাজ্যের শাসক দলের নেত্রী মহুয়া মৈত্রও উপস্থিত ছিলেন । বিতর্ক চলাকালীন বাবুল সুপ্রিয় মহুয়া মৈত্রর উদ্দেশেে বলেন, " মহুয়া ,তুমি কি মহুয়া খেয়ে রয়েছো ?"

এর বিরুদ্ধে মহুয়া মৈত্র আলিপুর থানায় 2017 সালের 4 জানুয়ারি অভিযোগ দায়ের করেন । মহুয়া মৈত্রকে অসম্মান করা হয়েছে এই অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 509 নম্বর ধারায় বাবুলের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ । পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বাবুলের বিরুদ্ধে । সঙ্গে সঙ্গে বাবুল সুপ্রিয় কলকাতা হাইকোর্টে মামলা করেন । হাইকোর্ট গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিয়ে দেয় ।কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি ।

মামলার শুনানিতে বাবুল সুপ্রিয় তরফে আইনজীবীরা বলেন, " আমাদের মক্কেল, মহুয়া তুমি কি মহুয়া খেয়ে রয়েছো- এই কথাটি তাঁঁকে অসম্মান করার জন্য বলেননি । এটা ভুলবশত হয়ে গেছে । মুখ থেকে কথা বেরিয়ে গেছে । সেই সময় রাজনৈতিক পরিস্থিতি যেরকম উত্তপ্ত ছিল সেই পরিস্থিতিতে "অ্যাক্সিডেন্টাল স্লিপ" হয়ে গেছে ।" কিন্তু মহুয়া মৈত্রর তরফে বলা হয় , "একজন মহিলার কাছে তাঁঁর আত্মসম্মান অনেক বড় ব্যাপার । এখানে মহিলা হিসেবেই তাঁকে অপমান করার চেষ্টা করা হয়েছে ।"


বিচারপতি বিবেক চৌধুরি সব পক্ষের বক্তব্য শোনার পর মন্তব্য করেন, এটা ঠিক যে একজন জনপ্রতিনিধি হিসেবে বাবুল সুপ্রিয়র এই ধরনের মন্তব্য করার আগে আরও সচেতন হওয়া জরুরি । যাই হোক, পুলিশ যে চার্জশিট দিয়েছিল সেখানে মোটেও বাবুল সুপ্রিয়কে এই মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করা হয়নি । ফলে তাঁঁর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তা খারিজ করে দেওয়া হচ্ছে । তবে মহুয়া মৈত্র চাইলে অন্য কোনও ফোরামে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে পারেন ।

ABOUT THE AUTHOR

...view details