কলকাতা, 25 অগাস্ট : আমফানের ক্ষতিপূরণ বণ্টনে দুর্নীতি । এক সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, এ পর্যন্ত কতজন মানুষ আম্ফান ক্ষতিপূরণ পেয়েছে তার বিস্তারিত বিবরণসহ তালিকা প্রকাশ করতে । তালিকা প্রকাশ করতে হবে রাজ্যের ওয়েবসাইটে । পাশাপাশি আবেদন সত্ত্বেও যারা এখনও ক্ষতিপূরণ পাননি তাঁদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।
আমফানের ক্ষতিপূরণ বন্টনে দুর্নীতি, এক সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের - Cyclone amphan
ঘূর্ণিঝড় আমফানে দক্ষিণবঙ্গের বহু জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার ।
আমফান দুর্নীতি নিয়ে মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী শমিক বাগচি ও নূর ইসলাম শেখ বলেন, "বহু মানুষ এখনও আমফানের ক্ষতিপূরণ পাননি । ক্ষতিপূরণ বণ্টন নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে । যারা ক্ষতিপূরণ পাননি তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক আদালত । আদালতে মামলা হওয়ার পর রাজ্য সরকারের তরফে 6 ও 7 অগাস্ট আবেদনপত্র জমা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয় । ওই দুই তারিখে কোরোনা পরিস্থিতি উপেক্ষা করে মানুষ আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিভিন্ন ব্লক অফিসে জমায়েত করে । কিন্তু তা সত্ত্বেও রাজ্য বিকেল চারটে না বাজতেই আবেদন নেওয়া বন্ধ করে দেয় । এমনকি পুলিশ দিয়ে তাদেরকে জোর করে হটিয়ে দেওয়া হয় ।"
17 আগস্ট রাজ্যের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও ওইদিন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল বিশেষ মামলায় ব্যস্ত ছিলেন বলে শুনানি হয়নি । এরপর সোমবার মামলার শুনানিতে ফের রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল আদালতের কাছে সময় চান । এরপর ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ রাজ্যকে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেয় । গত 16 মে ঘূর্ণিঝড় আমফান তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের বেশ কয়েকটি জেলা । ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে করে রাজ্য সরকার । কিন্তু সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছেন বহু মানুষ । এর বিরুদ্ধে গত 3 অগাস্ট কলকাতা হাইকোর্টে মামলা করেন কাকদ্বীপের বাসিন্দা খয়রুল আনাম শেখ নামে এক কৃষক । তাঁর বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় আমফানে । কিন্তু তিনি কোনও ক্ষতিপূরণের টাকা পাননি বলে অভিযোগ জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে ।