পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাল থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের, অনুমতি হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

বিকাশভবনের মূল প্রবেশপথের থেকে 100 মিটার দূরে অবস্থান-বিক্ষোভে বসতে পারবেন পার্শ্বশিক্ষকরা । দিনে 700 জন করে অবস্থানে বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Dec 17, 2020, 7:23 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : পার্শ্বশিক্ষকদের 18 ডিসেম্বর থেকে বিকাশ ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আজ এই অনুমতি দিয়েছেন । বেতন বৃদ্ধিসহ 10 দফা দাবিতে পার্শ্বশিক্ষকরা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়েছিলেন বিধাননগর পুলিশ কমিশনারের কাছে । কিন্তু, পুলিশ কমিশনার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ।

মামলার বয়ান অনুযায়ী, 5 ডিসেম্বর সংগঠনের তরফে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অবস্থান-বিক্ষোভের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল । কিন্তু, বিধাননগর পুলিশ কমিশনারের তরফে জানানো হয়, প্যানডেমিক পরিস্থিতিতে এখন যদি অবস্থান-বিক্ষোভের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে সংক্রমণ ছড়াতে পারে । তাই অনুমতি দেওয়া সম্ভব নয় ।

এরপর তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সংগঠনের বক্তব্য শোনার পর জানান, 18 ডিসেম্বর থেকে প্রতিদিন 700 জন করে বিকাশ ভবনের মূল প্রবেশপথের 100 মিটার দূরে অবস্থান-বিক্ষোভে বসতে পারবেন । যানবাহন চলাচলে কোনও সমস্যা তৈরি করা চলবে না।

আরও পড়ুন : "এত অধৈর্য হলে কী করে হবে", পার্শ্বশিক্ষকদের বার্তা শিক্ষামন্ত্রীর

বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে গত বছর পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ দীর্ঘদিন অবস্থান-বিক্ষোভ করেছিল বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্কের গেটের কাছে । তারপর রাজ্যের আশ্বাসে পার্শ্বশিক্ষকরা সেই অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিলেন । কিন্তু অভিযোগ, গত এক বছরে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ-সুবিধার দিকে তাকায়নি রাজ্য সরকার । তাই বাধ্য হয়ে আবার অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের তরফ জানানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details