কলকাতা, 1 ডিসেম্বর: খাস কলকাতায় এবার 12 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে । তাঁকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ । ধৃত চিকিৎসকের (Police arrests doctor) নাম উত্তম কুমার লেঙকা । জানা গিয়েছে, তিনি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এ কর্মরত ছিলেন ।
লালবাজার সূত্রে খবর, ভুবনেশ্বরের একটি সংস্থায় বিনিয়োগের নাম করে ট্রপিক্যাল মেডিসিন-এর অন্য কয়েকজন চিকিৎসকের থেকে 12 কোটি টাকা (cheating of Rs 12 crore) নিয়েছিলেন ধৃত চিকিৎসক । অভিযোগকারীরা তদন্তকারীদের জানান, এই চিকিৎসক তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁদের কাছ থেকে নেওয়া টাকা কয়েক মাসের মধ্যেই মোটা অঙ্কের সুদ সমেত তাঁদের অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন তিনি । কিন্তু এক মাসের সময় চেয়ে প্রায় ছয়-সাত মাস হয়ে গেলেও তা বাস্তবে ঘটেনি ৷
আরও পডুন:Attack on Student : নবম শ্রেণির ছাত্রের উপর হামলা, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 4
সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তাঁদের টাকা ফেরত পাননি অভিযোগকারীরা । এমনকী অভিযুক্ত চিকিৎসকের (Kolkata Doctor Arrested) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরছিলেন না বলে অভিযোগ । পুলিশ সূত্রের খবর, চাপের মুখে বেশ কয়েকজনের টাকা ওই চিকিৎসক ফিরিয়ে দিয়েছিলেন ৷ কিন্তু বাকিদের টাকা ফেরত না-দেওয়ায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারীরা ।
আরও পড়ুন :Rail Ticket Fraud Arrest : রাজধানী এক্সপ্রেসের টিকিট জাল করে পুলিশের জালে এক
ধৃত চিকিৎসককে আলিপুর আদালতে পেশ করে প্রগতি ময়দান থানার পুলিশ ৷ আদালত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে । পুলিশ ওই চিকিৎসককে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাবে বলে লালবাজার সূত্রে খবর । ধৃতের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
আরও পড়ুন:Financial fraud at Mathurapur: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত