পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

43-এর অনুশাকে নতুন জীবন দিল 16 বছরের কিশোরের হৃদয় - kolkata

গত বছরে কলকাতা তথা পূর্বভারতে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল আনন্দপুরের বেসরকারি এই হাসপাতালে । গতকাল আবারও হৃদযন্ত্র প্রতিস্থাপন হল কলকাতায় ।

অনুশা অধিকারী

By

Published : May 29, 2019, 4:52 PM IST

কলকাতা, 29 মে: গত 20 ডিসেম্বরের পরে মঙ্গলবার (২৮ মে) । পাঁচ মাস পরে আবারও হৃদযন্ত্র প্রতিস্থাপন হল কলকাতায় । এই নিয়ে গত মে মাস থেকে এখনও পর্যন্ত কলকাতা তথা পূর্বভারতে অষ্টম বার প্রতিস্থাপিত হল হৃদযন্ত্র । এবার 16 বছরের এক কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত হল 43 বছর বয়সি অনুশা অধিকারীর শরীরে । আনন্দপুরে ই.এম বাইপাসের ধারে অবস্থিত ফর্টিস হাসপাতালে গতকাল রাতে কলকাতার বাসিন্দা অনুশার হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয় ।

দুর্ঘটনায় জখম 16 বছরের ওই কিশোরের চিকিৎসা চলছিল মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে । শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । তাঁর ব্রেন ডেথ ঘোষণা করতে হয় । এরপর মৃত এই কিশোরের অঙ্গদানের জন্য সম্মতি জানান তার পরিজনরা । শুরু হয় খোঁজখবর । দেখা যায়, কলকাতার অনুশা অধিকারীর শরীরে ওই কিশোরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব । মুম্বই থেকে আকাশপথে হৃদযন্ত্র মঙ্গলবার রাতে নিয়ে আসা হয় শহরে । গতকাল রাত ১০টা ২০মিনিট নাগাদ হৃদযন্ত্র পৌঁছয় কলকাতা বিমানবন্দরে । সেখান থেকে গ্রিন করিডরের মাধ্যমে হৃদযন্ত্র নিয়ে আসা হয় আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে ।

আজ ভোরে অনুশা অধিকারীর শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয় । বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার সফল হয়েছে । চিকিৎসকরা জানান, এই মুহূর্তে অনুশার শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

গত বছর কলকাতা তথা পূর্বভারতে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল আনন্দপুরের বেসরকারি এই হাসপাতালে । এই নিয়ে এই হাসপাতালে চতুর্থবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হল । কলকাতা তথা পূর্বভারতে অষ্টমবার হল হৃদযন্ত্র প্রতিস্থাপন । কলকাতায় শেষবার হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল গত বছরের 20 ডিসেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details