কলকাতা, 14 জুলাই: ক্রমশই বিষাক্ত ধোঁয়া ও দূষণে ঢাকছে (Kolkata environment pollution) ৷ দূষণের প্রধান কারণ হল ইমারত তৈরি ও জঞ্জাল পোড়ানো ৷ নির্মাণ ভাঙা গড়ার কাজের জেরও ধুলোয় ঢাকছে শহর ৷ বুধবার শহরে স্বাচ্ছাসেবী সংস্থা আয়োজিত পরিবেশ দূষণ কেন্দ্রিক গবেষণাতে এই তথ্য উঠে এসেছে ৷
এই কর্মশালায় উপস্থিত ছিলেন বোস ইনস্টিটিউটের অধ্যাপক ড: অভিজিৎ চট্টোপাধ্যায়, পরিবেশ বিজ্ঞানী দীপাঞ্জলি মজুমদার এবং আয়োজক বিনয় জাজু ।এছাড়াও উপস্থিত ছিলেন দেবাশিস কুমার। আলোচনায় এদিন উঠে এসেছে, কলকাতার বাতাসের গুণমান সম্প্রর্কিত একাধিক প্রশ্ন ৷ পার্ক স্ট্রিট, মিন্টো পার্ক, বাইপাস সংলগ্ন ধাপাকে এই গবেষণায় শহরের বায়ুদূষণের অন্যতম কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জঞ্জাল ব্যবস্থাপনা ও শহরের বিভিন্ন অঞ্চলে নোংরা পোড়ানো বন্ধ করতে সরকারি কড়া পদক্ষেপের দরকার আছে বলে জানান তাঁরা।