পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata-Dhaka Bus Service : মৈত্রী ও বন্ধনের পর এবার চালু হচ্ছে দুই বাংলার আন্তর্জাতিক বাস পরিষেবা - মৈত্রী ও বন্ধনের পর এবার চালু হচ্ছে দুই বাংলার আন্তর্জাতিক বাস পরিষেবা

করোনার কারণে দীর্ঘ দু’বছর বন্ধ ছিল ভারত-বাংলাদেশ বাস পরিষেবা ৷ তা খুব শীঘ্রই শুরু হতে চলেছে (Kolkata-Dhaka Bus Service to Resume Soon after Two Years) ৷ বাসটি আগের মতো কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলার মধ্যে চলাচল করবে ৷

kolkata-dhaka-bus-service-to-resume-soon-after-two-years
Kolkata-Dhaka Bus Service : মৈত্রী ও বন্ধনের পর এবার চালু হচ্ছে দুই বাংলার আন্তর্জাতিক বাস পরিষেবা

By

Published : May 30, 2022, 8:19 PM IST

কলকাতা, 30 মে : দীর্ঘ দু'বছর বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা (Kolkata-Dhaka Bus Service to Resume Soon after Two Years) । সবকিছু ঠিকঠাক এগোলে আগামী মাসের প্রথমদিকেই চালু হবে পরিষেবা । সূত্রের মাধ্যমে এমনটাই জানা গিয়েছে । সম্প্রতি ত্রিপুরা সরকারের পরিবহণ বিভাগের তরফে এমনটা ঘোষণাও করা হয়েছে ।

করোনা অতিমারীর কারণে লকডাউন (Lockdown Due to Covid Pandemic) । আর তার জেরেই থমকে যায় যানবাহনের চাকা ৷ ঢাকা-কলকাতা বাস পরিষেবাও (Kolkata-Dhaka Bus Service) তার ব্যতিক্রম ছিল না ৷ দুই বাংলার মধ্যে সংযোগরক্ষাকারী ওই পরিষেবাও বন্ধ হয়ে যায় ৷ তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ৷ ছন্দে ফিরেছে জীবনযাত্রা । ধাপে ধাপে চালু হয়েছে ট্রেন, বাস ও বিমান পরিষেবা । সেই মতো এবার চালু হতে চলেছে আগরতলা-কলকাতা (ভায়া ঢাকা) বাস পরিষেবা ।

এই বাস পরিষেবা গত দু’বছর বন্ধ ছিল। বাসটি আগরতলা থেকে ছেড়ে ঢাকা হয়ে কলকাতা পৌঁছয় । যেহেতু এই বাসটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা (Kolkata-Agartala via Dhaka Bus Service) পর্যন্ত আসে ৷ আবার কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত যায়, তাই এই বাসটি বাণিজ্যিকভাবে যতটা সফল ততটাই জনপ্রিয় । যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবে বাসটির চাহিদাও খুব বেশি । তাই আবার এই বাস পরিষেবা চালু হলে যাত্রীরা যে ভীষণভাবেই উপকৃত হবে, তা বলাই বাহুল্য ।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) তরফে জানা গিয়েছে যে এই রুটে বাস চালানোর ক্ষেত্রে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে । তাই আগামী মাসের প্রথম দিকেই পুনরায় এই রুটে চলবে কলকাতা-ঢাকা বাস পরিষেবা ।

ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে রওনা হয়ে ঢাকা হয়ে বাসটি কলকাতা পৌঁছতে আনুমানিক সময় লাগে 20 ঘণ্টা । প্রায় 500 কিমি পথ অতিক্রম করে বাসটি । অন্যদিকে ট্রেনে সফর করতে সময় লেগে যায় প্রায় 35 থেকে 38 ঘণ্টার কাছাকাছি । ত্রিপুরার কৃষ্ণনগর বাস ডিপো থেকে সকাল 10টার সময় বাসটি ছাড়ে ।

জানা গিয়েছে যে এপ্রিল মাসেই এই বাস পরিষেবা চালু করার পরিকল্পনা ছিল । তবে কিছু সমস্যার জন্য তা হয়ে ওঠেনি । তাই এবার জোর কদমে এই বাসটি চালু করা নিয়ে তৎপর হয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ । ইতিমধ্যেই মিলেছে দুই দেশের অনুমোদনও ।

আগামী মাস থেকেই চালু হতে পারে টিকিট বিক্রির প্রক্রিয়াও । তবে সেই বিষয় ত্রিপুরা এবং ডাব্লুউবিটিসি জানাবে । কৃষ্ণনগরে ত্রিপুরা সড়ক পরিবহণ কর্পোরেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে টিকিট । টিকিট কাটতে গেলে বৈধ পাসপোর্ট, ট্রানজিট ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে । যাত্রী পিছু খরচ করে 2,300 টাকা । অন্যদিকে ত্রিপুরা থেকে ঢাকা সফর করতে খরচ পড়বে 1000 টাকা ।

আগে এই রুটে বাস চলত প্রতিদিন । তবে এবার আবার শুরু হওয়ার পর প্রতিদিন পরিষেবা দেওয়া হবে নাকি সপ্তাহে কয়েকটি দিন সফর চলবে সেই বিষয় এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি ।

আরও পড়ুন :Bandhan Express : কলকাতা থেকে খুলনা, ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু

ABOUT THE AUTHOR

...view details