কলকাতা, 30 মে : দীর্ঘ দু'বছর বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা (Kolkata-Dhaka Bus Service to Resume Soon after Two Years) । সবকিছু ঠিকঠাক এগোলে আগামী মাসের প্রথমদিকেই চালু হবে পরিষেবা । সূত্রের মাধ্যমে এমনটাই জানা গিয়েছে । সম্প্রতি ত্রিপুরা সরকারের পরিবহণ বিভাগের তরফে এমনটা ঘোষণাও করা হয়েছে ।
করোনা অতিমারীর কারণে লকডাউন (Lockdown Due to Covid Pandemic) । আর তার জেরেই থমকে যায় যানবাহনের চাকা ৷ ঢাকা-কলকাতা বাস পরিষেবাও (Kolkata-Dhaka Bus Service) তার ব্যতিক্রম ছিল না ৷ দুই বাংলার মধ্যে সংযোগরক্ষাকারী ওই পরিষেবাও বন্ধ হয়ে যায় ৷ তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ৷ ছন্দে ফিরেছে জীবনযাত্রা । ধাপে ধাপে চালু হয়েছে ট্রেন, বাস ও বিমান পরিষেবা । সেই মতো এবার চালু হতে চলেছে আগরতলা-কলকাতা (ভায়া ঢাকা) বাস পরিষেবা ।
এই বাস পরিষেবা গত দু’বছর বন্ধ ছিল। বাসটি আগরতলা থেকে ছেড়ে ঢাকা হয়ে কলকাতা পৌঁছয় । যেহেতু এই বাসটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা (Kolkata-Agartala via Dhaka Bus Service) পর্যন্ত আসে ৷ আবার কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত যায়, তাই এই বাসটি বাণিজ্যিকভাবে যতটা সফল ততটাই জনপ্রিয় । যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবে বাসটির চাহিদাও খুব বেশি । তাই আবার এই বাস পরিষেবা চালু হলে যাত্রীরা যে ভীষণভাবেই উপকৃত হবে, তা বলাই বাহুল্য ।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) তরফে জানা গিয়েছে যে এই রুটে বাস চালানোর ক্ষেত্রে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে । তাই আগামী মাসের প্রথম দিকেই পুনরায় এই রুটে চলবে কলকাতা-ঢাকা বাস পরিষেবা ।