কলকাতা, 11 অগস্ট : সুপার ইম্পোজ (Super Impose) করে যুবতির বিকৃত ছবি সোশ্যাল মিডিয়া (Social media)-তে আপলোড করার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ ঘটনায় আজ অভিযুক্ত ব্যবসায়ী মনপ্রীত সিংকে সল্টলেক সেক্টর থ্রি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখার গোয়েন্দারা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, অভিযোগকারি ওই যুবতির সঙ্গে ধৃতের আগে থেকে পরিচয় ছিল ৷ তাঁরা একসঙ্গে পড়াশোনা করতেন ৷ কিন্তু, সম্প্রতি অভিযুক্ত তাঁকে উত্যক্ত করতে শুরু করেছিল ৷
জানা গিয়েছে, অভিযুক্ত মনপ্রীত সিং কয়েকবছর আগে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল ৷ ফিরে এসে সে ওই যুবতিকে উত্যক্ত করতে শুরু করে ৷ তিনি গুরুত্ব না দেওয়ায়, তাঁর ছবির মুখ ব্যবহার করে নগ্ন দেহের উপর সুপার ইম্পোজ করা হয় ৷ অভিযোগ এর পর সেটিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত মনপ্রীত ৷ বিষয়টি জানাজানি হতেই ওই যুবতি পুলিশের দারস্থ হন ৷ সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার সেল শাখার কাছে তদন্তটি যায় ৷ সাইবার সেল শাখার গোয়েন্দারা তদন্তে নেমে মনপ্রীত সিংকে গ্রেফতার করেছে ৷
আরও পড়ুন : Newtown Pornography : এবার গ্রেফতার নীল ছবির অভিনেতা