কলকাতা, 22 ডিসেম্বর: কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা আইপিএস এলেন নগরপালের দায়িত্বে ৷ কলকাতার বর্তমান সিপি সৌমেন মিত্র বর্তমানে ছুটিতে থাকায় অস্থায়ীভাবে এই দায়িত্বে এসেছেন দময়ন্তী সেন (kolkata cp soumen mitra is on leave, damayanti sen in charge) ৷
1996 ব্যাচের আইপিএস দময়ন্তী সেন । তিনি এখন কলকাতা পুলিশের বিশেষ নগরপাল (2) পদে আছেন । লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র তিনি তিনদিনের ছুটিতে গিয়েছেন । যেহেতু কলকাতা পুলিশের নগরপাল একজন এডিজি পদের আইপিএস আধিকারিকই হতে পারেন, তাই দময়ন্তী সেনই বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন ৷ জানা গিয়েছে, কলকাতা পুলিশে এখন দময়ন্তী সেনই আছেন যিনি এই মাপকাঠিতে যোগ্য ৷