পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata CP on Rave Party খুফিয়া রেভ পার্টির খবর রাখতে হবে, গোয়েন্দাদের নির্দেশ বিনীত গোয়েলের

শহরের রেভ পার্টিগুলিতে নজরদারি বাড়াতে নির্দেশ (Surveillance on Rave parties) দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল (Vineet Kumar Goyal) ৷ সম্প্রতি ট্যাংরায় পোস্ট অফিস থেকে মাদক উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপ নিতে বলেছেন তিনি ৷ যেখানে শহরে আয়োজিত রেভ পার্টিগুলিতে (Rave Parties) নজরদারি বাড়াতে বলা হয়েছে ৷

kolkata-cp-asks-detective-department-to-step-up-surveillance-on-rave-parties
kolkata-cp-asks-detective-department-to-step-up-surveillance-on-rave-parties

By

Published : Aug 26, 2022, 4:08 PM IST

কলকাতা, 26 অগস্ট: শহর কলকাতায় মাদক কারবার এবং সরবরাহ রুখতে এ বার কঠোর পদক্ষেপ পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের (Vineet Kumar Goyal) ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরকে শহরে কোথায় রেভ পার্ট হচ্ছে, তা জানতে নজরদারি বাড়াতে নির্দেশ দিলেন (Surveillance on Rave parties) ৷ সেই মতো লালবাজারের স্প্যাশাল টাস্ক ফোর্স (Lalbazar Special Task Force) একাধিক জায়গায় ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৷

বুধবার ট্যাংরায় সাব-পোস্ট অফিসে লক্ষাধিক টাকা মূল্যের মাদক পার্সেল অবস্থায় উদ্ধার হয় ৷ পোস্ট অফিস থেকে সেই মাদকের পার্সেল নিয়ে বেরনোর সময় গোয়েন্দারা অভিযুক্তদের বমাল পাকড়াও করেন ৷ এর পরেই কলকাতার পুলিশ কমিশনার বিষয়টি নিয়ে গোয়েন্দা বিভাগকে আরও কঠোর হতে নির্দেশ দিয়েছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, শহরে খুফিয়া রেভ পার্টি কোথায় কোথায় হচ্ছে বা হতে পারে, তার আগাম খবর রাখতে হবে গোয়েন্দা দফতরকে ৷ প্রয়োজনে রেভ পার্টিগুলিতে (Rave Parties) আচমকা রেইড করতে নির্দেশ দিয়েছেন বিনীত গোয়েল ৷

পুলিশ কমিশনারের থেকে এই নির্দেশ পাওয়ার পর, ইতিমধ্যে গোয়েন্দা দফতর নড়েচড়ে বসেছে ৷ জানা গিয়েছে, শহরের বেশ কিছু এলাকা থেকে মাদক সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে নেমে গোয়েন্দাদের অনুমান, পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে শহরে হামেশাই মাদক সেবনের জন্য রেভ পার্টির আয়োজন করা হয় ৷ আর এই সব রেভ পার্টিতে এলএসডি, হেরোইনের মতো দামী মাদক ব্যবহার হয় ৷ যেখানে মাদকের বরাত দেওয়া হয় কলকাতার বাইরের মাদককারবারীরা ৷ মূলত ভিনরাজ্য থেকে সেই রেভ পার্টিগুলতে মাদক সরবরাহ করা হয় বলে অনুমান গোয়েন্দাদের ৷

আরও পড়ুন:পার্সেলে মুড়ে কলকাতার ডাকঘরে এল মাদক, গ্রেফতার 2

বুধবার কলকাতার ট্যাংরা এলাকার সাব-পোস্ট অফিসে পার্সলে মুড়ে এলএসডি (LSD) মাদক আসে ৷ আর সেই মাদক পোস্ট অফিস থেকে সংগ্রহ করে বেরোনোর পথেই ধরা পড়ে অভিযুক্তরা ৷ বাইরের রাজ্য থেকে পোস্ট অফিসকে ব্যবহার করা হচ্ছে মাদক সরবরাহের জন্য ৷ যা আরও বেশি চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের ৷ কারণ, বেশিরভাগ ক্ষেত্রে এক পোস্ট অফিসগুলিতে বা পোস্টম্যানদের কোনও তল্লাশি হয় না ৷ কেন্দ্রীয় সরকরি বিভাগ হওয়ায় সেখানে ছোট খামে পার্সেল করে মাদক পাচার করা খুবই সহজ ৷ আর তাই কলকাতার পুলিশ কমিশনার বিনীত কোয়েলের নির্দেশ, শুধু মাদক সরবরাহকারীদের ধরলেই হবে না (Kolkata CP on Rave Party) ৷ যে রেভ পার্টিগুলিতে মাদক সরবরাহ করা হচ্ছে, সেগুলি সম্পর্কে আগাম তথ্য রাখতে হবে গোয়েন্দাদের ৷

ABOUT THE AUTHOR

...view details