পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শীতের সকালে কুয়াশার চাদরে মুখ ঢাকলো শহর কলকাতা

সকাল থেকে কুয়াশার চাদরে মুড়ে ছিল শহর থেকে শহরতলী সর্বত্র । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালে মহানগরী ছিল কুয়াশাচ্ছন্ন । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ।

kolkata-coverd-with-fog-in-the-winter-morning-its-contineu-to-last-48-hours
শীতের সকালে কুয়াশার চাদরে মুখ ঢাকলো শহর কলকাতা

By

Published : Dec 8, 2020, 12:48 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার সর্তকতা । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঘন কুয়াশার দাপট চলবে আগামী কয়েকদিন । বিশেষ করে উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা 200 মিটারের থেকেও কম থাকবে । দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে । এই জেলাগুলোতে সকালে দৃশ্যমানতা 200 মিটারের কম থাকবে । ঘন কুয়াশার জেরে ব্যাহত হত পারে বিমান পরিষেবাও ।


সকাল থেকে কুয়াশার চাদরে মুড়ে ছিল শহর থেকে শহরতলী সর্বত্র । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালে মহানগরী ছিল কুয়াশাচ্ছন্ন । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । তবে তাপমাত্রার পারদ চড়লেও, তা কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছড়াবে না । আগামী 48 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ সর্বনিম্ন 44 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন : ঘন কুয়াশায় মুখ ঢাকল খনি অঞ্চল
পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতে ঘন কুয়াশার দাপট থাকবে । এই রাজ্যগুলোতে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন । আগামী সপ্তাহের শেষে ফের তাপমাত্রার পারদ কমতে পারে কলকাতায় । তাপমাত্রা কমে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর ৷

ABOUT THE AUTHOR

...view details