কলকাতা, 15 জানুয়ারি : বাগবাজারে বিধ্বংসী আগুন পুড়ে গিয়েছে সম্পূর্ণ বস্তু । ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তিবাসীদের 108টি ঘর । শুক্রবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা । বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, বস্তিবাসীরা তৈরি করে নেবেন তাঁদের ঘর । তবে, ঘর তৈরির অর্থ দেবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগম বাড়ি তৈরির অর্থ প্রদানের জন্য কমিটি গড়বে ৷ সেই কমিটির মাধ্যমে অর্থ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ।
শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির শ্রমজীবী কমিটির 5 জন প্রতিনিধি ও কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমজীবী সমিতির সভাপতি বিশ্বনাথ পাল ও স্থানীয় পৌর কো-অডিনেটর বাপি ঘোষ । বৈঠকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা দাবি করেন, আগুন লাগার আগে বস্তিতে যে যতটুকু জায়গা নিয়ে ঘর তৈরি করে থাকত, তেমন বাড়ি করে দিতে হবে কলকাতা পৌরনিগমকে । বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, বৈঠকের সিদ্ধান্ত ও বস্তিবাসীদের যাবতীয় দাবি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাড়ি তৈরি করতে কত টাকা প্রয়োজন তার হিসেব দেবে বস্তিবাসীরা । সেই মতো রাজ্য সরকার বস্তিবাসীদের বাড়ি তৈরির সম্পূর্ণ খরচ দেবে ।