পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

csr for industrialist to collect fund: পৌর কোষাগারের হাল ফেরাতে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান অতীনের - financial crisis at kolkata corporation

পৌর কোষাগারে লক্ষ্ণী আনতে শিল্পপতিদের কাছে সাহায্যের আবেদন ডেপুটি মেয়র অতীন ঘোষের । এবার থেকে শিল্পপতিদের দিতে হবে সিএসআর (corporate social responsibility) ৷

kol
kol

By

Published : Jan 29, 2022, 7:30 PM IST

কলকাতা, 29 জানুয়ারি: কলকাতা কর্পোরেশনের কোষাগারের দৈন্যদশা ঘোচাতে এবার শিল্পপতিদের কাছে সাহায্যের আবেদন ডেপুটি মেয়র অতীন ঘোষের । শুক্রবার টাউন হলে নবাগত কাউন্সিলরদের ক্লাস হয় । এই ক্লাস নেন কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ একাধিক মেয়র পারিষদ ও আধিকারিকরা। এই টাউন হলেই অধিবেশনে মেয়রের উপস্থিতিতে অতীন ঘোষ জানান, অন্যান্য রাজ্যে শিল্পপতিরা সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (corporate social responsibility) টাকা পুরসভাকে দেয় । কিন্তু কলকাতার বড় শিল্পপতিদের থেকে সিএসআরের (corporate social responsibility) টাকা পায় না পুরসভা । এবার তাদের এগিয়ে আসার সময় হয়েছে। কলকাতা কর্পোরেশেনের কোষাগারে অর্থ সংকট (financial crisis at kolkata corporation) দেখা দিয়েছে ৷ এই সময়ে যদি শিল্পপতিরা এগিয়ে এসে সিএসআর (corporate social responsibility) দেন, তবে অর্থ সংকট অনেকটাই মিটবে।

আরও পড়ুন:Mayor Of Kolkata Corporation : অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

এদিন টাউন হলে মাসিক অধিবেশন শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, কলকাতা কর্পোরেশনের 1 হাজার কোটি টাকা ধার । কাউন্সিলরদের এলাকায় সম্পত্তিকর আদায় আধিকারিক কর্মীদের সাহায্যের কথা বলেন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details