কলকাতা, 19 জুন: ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য বেসরকারি সংস্থা নিয়োগ করছে কলকাতা পৌরনিগম । আগেই যত্রতত্র ব্যবহৃত মাস্ক, গ্লাভস, সার্জিকাল ক্যাপ ফেলার বিষয়ে শহরবাসীকে সতর্ক করেছিল প্রশাসন । যেহেতু এর ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে ৷ এবার ব্যবহৃত চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য শহরজুড়ে দুই হাজার হলুদ রঙের ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । তবে, পৌরনিগমের সাফাইকর্মীরা হলুদ ডাস্টবিন থেকে বর্জ্য সংগ্রহ করবেন না । এরজন্য পৌরনিগম একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করতে চলেছে ।
শুক্রবার কলকাতা পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানান, শহরের হলুদ ডাস্টবিনগুলি থেকে বর্জ্য সংগ্রহ করবে বেসরকারি সংস্থা । এছাড়াও কলকাতা, রাজারহাট, বিধাননগর, হাওড়ার কোয়ারানটিন সেন্টারগুলি থেকেও চিকিৎসা বর্জ্য সংগ্রহ করবে ওই সংস্থাটি ।