কলকাতা, 23 অগস্ট : করোনার তৃতীয় ঢেউ আসার আগেই পৌরচিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করল কলকাতা পৌরনিগম ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভার্চুয়ালি সমস্ত স্বাস্থ্যকর্মীদের মাসে দু’বার করে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ করোনায় আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন এই স্বাস্থ্যকর্মীরা ৷ করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী সময় তাঁদের কী কী সমস্যা হয়েছে বা হচ্ছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে ৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের কী কী ধরনের চিকিৎসা ও পরিষেবা প্রয়োজন, তারও খেয়াল রাখবেন এই স্বাস্থ্যকর্মীরা ৷ প্রয়োজনে পৌরনিগমের চিকিৎসকদের মাধ্যমে আক্রান্তদের কোভিড পরবর্তী চিকিৎসারও ব্যবস্থা করা হবে ৷ কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ৷
Covid Third Wave : তৃতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল প্রশিক্ষণ পৌরনিগমের - কলকাতা পৌরনিগম
করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ তার মোকাবিলায় তৎপর কলকাতা পৌরনিগম ৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভার্চুয়াল প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ৷ মাসে দু’বার করে প্রশিক্ষণ দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের ৷
কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, তৃতীয় ঢেউ থেকে সকলকে সুরক্ষিত রাখতে হলে টিকাকরণের উপর আরও জোর দিতে হবে ৷ সেইসঙ্গেই মেনে চলতে হবে যাবতীয় করোনাবিধি ৷ অতীনের আশা, ভার্চুয়াল প্রশিক্ষণে উপকৃত হবেন পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ৷ সাধারণ মানুষেরও পরিষেবা পেতে সুবিধা হবে ৷
আরও পড়ুন :Mamata Banerjee : পুজোর পরে পরিস্থিতি বিবেচনা করেই খুলবে স্কুল, জানালেন মমতা
অতীন জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে শিশুদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও বেশি সতর্ক প্রশাসন ৷ একদিকে পুরো দমে টিকাকরণ চলছে ৷ অন্যদিকে চলছে সচেতনতামূলক প্রচার ৷ তবে করোনার তৃতীয় ঢেউকে প্রতিহত করতে হলে আমজনতাকেও আরও উদ্যোগী হতে হবে ৷ বহু মানুষ করোনাবিধি মানছেন না ৷ এতে তাঁরা নিজেরা যেমন বিপদে পড়ছেন, একইভাবে বাকিদেরও বিপদে ফেলা হচ্ছে ৷ করোনার মোকাবিলা করতে হলে এই ঢিলেমি বন্ধ করতে হবে বলেই মনে করেন অতীন ঘোষ ৷