পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Circular Railway : জগদ্ধাত্রী নিরঞ্জন উপলক্ষ্যে রবি-সোম চক্ররেল পরিষেবায় নিয়ন্ত্রণ - জগদ্ধাত্রী নিরঞ্জন উপলক্ষ্যে রবি-সোম নিয়ন্ত্রিত হবে চক্ররেল

প্রতিমা নিরঞ্জনে যাতে কোনওরকম সমস্যা না হয় তাই আগামীকাল অর্থাৎ 14 নভেম্বর রবিবার বেলা 3টে থেকে পরদিন অর্থাৎ 15 নভেম্বর সোমবার সকাল 7টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের যাতায়াত।

Kolkata Circular Railway
জগদ্ধাত্রী নিরঞ্জন উপলক্ষ্যে রবি-সোম নিয়ন্ত্রিত হবে চক্ররেল

By

Published : Nov 13, 2021, 9:22 PM IST

কলকাতা, 13 নভেম্বর : জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন উপলক্ষ্যে নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের সফরসূচি। জানানো হল পূর্ব রেলের তরফে। প্রতিমা নিরঞ্জনে যাতে কোনওরকম সমস্যা না হয় তাই আগামীকাল অর্থাৎ 14 নভেম্বর রবিবার বেলা 3টে থেকে পরদিন অর্থাৎ 15 নভেম্বর সোমবার সকাল 7টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের যাতায়াত। একনজরে দেখে নেওয়া রবিবার এবং সোমবার চক্ররেলের পরিবর্তিত সূচি ৷

14 নভেম্বর চক্ররেলের পরিবর্তিত সূচি:

3 জোড়া ইএমই লোকাল কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা সম্পূর্ণ করবে। আবার ওই স্টেশন থেকেই তিনটি ট্রেন সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

2 জোড়া ইএমই লোকাল উত্তর শিয়ালদহ স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

2 জোড়া ইএমই লোকাল শিয়ালদহ উত্তর স্টেশনে যাত্রা শেষ করবে।

1 জোড়া ইএমই লোকাল বালিগঞ্জ স্টেশনের যাত্রা সংক্ষিপ্ত করবে ৷ ফের ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

1 জোড়া ইএমই লোকাল কাঁকুড়গাছি রোড জংশন থেকে শুরু হয়ে বালিগঞ্জ স্টেশনের যাত্রা সংক্ষিপ্ত করবে ৷ আবার ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

1 জোড়া ইএমই লোকাল মাঝেরহাট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷ আবার ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

1জোড়া ইএমই লোকাল কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ রুট হয়ে যাবে।

ABOUT THE AUTHOR

...view details