কলকাতা, 8 জুলাই : প্রায় দেড় ঘণ্টার মুষলধারার বৃষ্টিতে গতকাল জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা অধিকাংশ ৷ আর সেই জমা জলের প্রকোপ থেকে রেহাই পায়নি রাজ্য বিধানসভাও ৷ পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে আম্বেদকর মূর্তির সামনে সাজানো বাগান একটি নদীর আকার ধারণ করেছিল ৷ যেদিকেই চোখ যেত জল আর জল ৷ এই জলছবি দেখে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ব্যঙ্গের সুরে বললেন, মুখ্য়মন্ত্রী লন্ডন বানাতে চেয়েছিলেন, এখন দেখছি ভেনিস বানিয়ে ছেড়েছেন ৷
বুধবার বিধানসভার বাজেট অধিবেশন শুরুর সময় কলকাতার আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল ৷ একে রাজ্য বাজেট, কাজেই শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক গরমাগরম তো ছিলই । কিন্তু, দিনের শেষে প্রবল বৃষ্টি যেন সবকিছুকে ঠান্ডা করে দিয়েছিল ৷ বুধবারের দিনটা রাজ্য সরকারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল । নির্বাচন পরবর্তী সময়ে রাজ্য সরকার যে কাজ করছে, তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বাজেট ছিল এটা । কিন্তু, লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি, বিনামূল্যে ভ্যাকসিনের কথা বলেও কেন্দ্রের তরফে ভ্যাকসিন না আসা, জিএসটি সহ অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রের অর্থ না দেওয়া ৷ এমন একাধিক বিষয় নিয়ে শাসক-বিরোধী তরজায় অধিবেশন কক্ষ সরগরম হয়ে উঠেছিল ৷