পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather Forecast : নিম্নচাপের প্রকোপে দুর্যোগের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বইতে পারে ঝোড়ো হাওয়াও - Weather Forecast

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের দাপট বেশি থাকবে । সোমবার ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

Kolkata and southern parts of west bengal may see heavy rainfall
নিম্নচাপের প্রকোপে দুর্যোগের আশঙ্কা

By

Published : Oct 17, 2021, 6:32 PM IST

কলকাতা, 17 অক্টোবর : একে নিম্নচাপ । তার উপর পূবালী হাওয়ার দাপট । দুই মিলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের প্রকোপ । আগামী তিন দিন বজ্র-বিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর । একই সঙ্গে ঝোড়া হওয়ার দাপটও দেখা যাবে বলে জানানো হয়েছে ।

এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ । তার প্রভাবে রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার । আগামী 24 ঘণ্টায় শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি নেমে আসার সম্ভাবনা রয়েছে । তবে এক দিনেই দুর্যোগের শেষ নয়, বরং আগামী তিন দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদরা ।

আরও পড়ুন: Asansol Murder : মদের আসরে বিবাদ, দুই শ্যালককে খুনে অভিযুক্ত জামাই

কলকাতা রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ তাতে তাপমাত্রায়ও হেরফের ঘটতে পারে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি ৷ গত 24 ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রাই ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস , যা নেমে যেতে পারে 24 ডিগ্রিতে ৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের দাপট বেশি থাকবে । সোমবার ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টিতে ভিজতে পারে ।

আরও পড়ুন: Puja Parikrama : আসানসোলের পুজো মণ্ডপে ধুনুচি নাচে মাতলেন মহিলারা

নিম্নচাপের জেরে সমুদ্র উপকূল থেকে 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ 40 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details