কলকাতা, 14 এপ্রিল : করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ আর এই বিধিনিষেধ আরোপ করা হল বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যের জন্য ৷
এদিন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি টুইট করা হয় ৷ সেই টুইটেই এই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে সরকারি নিয়ম মেনে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও তেলাঙ্গানা থেকে যে যাত্রীরা আসবেন, তাঁদের কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর 72 ঘণ্টা আগে করোনা সংক্রান্ত আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷
এছাড়াও একাধিক বিধিনিষেধ মানতে হবে ৷ সেই সংক্রান্ত একটি লিঙ্কও ওই টুইটে দিয়ে দেওয়া হয়েছে ৷ সেখান থেকে যাত্রীরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ৷
প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগেরবারের তুলনায় আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে ৷ মহারাষ্ট্রে পরিস্থিতির ভয়াবহতার পরিপ্রেক্ষিতে 15 দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে ৷ কলকাতাতেও পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে ৷ মঙ্গলবারই কলকাতায় 1271 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সারা বাংলায় সংখ্যায় এর দ্বিগুনের বেশি ৷ মঙ্গলবার বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 4817 ৷ সরকারি তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার করোনায় সারা রাজ্যে আরও 20 জনের মৃত্যু হয়েছে ৷