পশ্চিমবঙ্গ

west bengal

Kolkata air quality improves: জাওয়াদের জেরে নাগাড়ে বৃষ্টিতে 90% কমল কলকাতার বায়ু দূষণ

By

Published : Dec 7, 2021, 3:35 PM IST

Updated : Dec 7, 2021, 4:53 PM IST

জাওয়াদের (Cyclone Jawad) কারণে নাগাড়ে বৃষ্টির জেরে অনেকটা উন্নতি হল কলকাতার বায়ু দূষণ (Kolkata air pollution) ৷ হাওয়ার গুণমান (Kolkata air quality) প্রায় 80 থেকে 90 শতাংশ উন্নত হয়েছে ৷

Kolkata air quality improves by 80-90 per cent after cyclone Jawad induced rain
জাওয়াদের জেরে নাগাড়ে বৃষ্টিতে 90% কমল কলকাতার দূষণ

কলকাতা, 7 ডিসেম্বর:ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) শক্তি খুইয়ে ভয়ংকর রূপ নেয়নি ৷ তবে তা নিম্নচাপে পরিণত হয়ে রেকর্ড বৃষ্টি ডেকে এনেছে দক্ষিণবঙ্গে ৷ ডিসেম্বরেও টানা ঘ্যানঘেনে বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে নাকানিচোবানি খাইয়েছে মানুষকে ৷ শীতের আশায় থাকা শহরবাসী এই ভেজা আবহাওয়া দেখে মাথা গরম করলেও, তাদের জন্য ভাল খবরও আছে ৷ কারণ নাগাড়ে বৃষ্টির (Kolkata Rain) জেরে কলকাতায় দূষণ (Kolkata air pollution) অনেকটা কমেছে ৷ শহরের বাতাসের গুণমানের (Kolkata air quality) প্রায় 80 থেকে 90 শতাংশ উন্নতি হয়েছে ৷

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক ও পরিবেশবিদরা এই সুখবর দিয়েছেন ৷ মঙ্গলবার সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্স (Latest Air Quality Index of Kolkata) ভিক্টোরিয়া মেমোরিয়ালে 20 (ভাল), বালিগঞ্জে 43 (পরিমিত), রবীন্দ্র সরোবরে 33 (ভাল), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 51 (সন্তোষজনক) ছিল ৷

আরও খবর:কলকাতার বাতাসের গুণমান আপাতত ভালো, তবে লকডাউন উঠলেই বাড়বে দূষণ

গত দু'দিনের দুর্যোগ ও বৃষ্টির আগে 3 ডিসেম্বরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে 185 (পরিমিত), বালিগঞ্জে 212 (খারাপ), রবীন্দ্র সরোবরে 163 (পরিমিত), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 307 (খুব খারাপ)৷

পরিবেশবিদ এসএম ঘোষের কথায়, "ঘূর্ণিঝড়ের কারণে শহরে ভারী বৃষ্টির জেরে কলকাতার একিউআই-এর সর্বাধিক 90 শতাংশ ও সর্বনিম্ন 80 শতাংশের উন্নতি হয়েছে ৷ গত 40 বছরে ডিসেম্বরে রেকর্ড পরিমাণ কমল দূষণ ৷"

আরও পড়ুন:Weather Update in Bengal : ভিজবে উত্তর, 4 দিনের মধ্যে দক্ষিণে শীতের পূর্বাভাস

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (West Bengal Pollution Control Board) চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানালেন, একিউআই-এর উন্নতি খুবই আশাপ্রদ এবং বায়ু দূষণ নিঃসন্দেহে অনেকটা কম ৷ অসময়ের বৃষ্টি দূষণ হ্রাসে বড় ভূমিকা নিচ্ছে ৷

গত বছর 6 ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের একিউআই (AQI) ছিল 254 ৷ আর 2019 সালে তা ছিল 175 ৷

আরও পড়ুন :Chewing Gum to cut Covid Transmission : করোনা ঠেকাতে চিউয়িং গাম চিবোন

Last Updated : Dec 7, 2021, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details