কলকাতা, 7 ডিসেম্বর:ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) শক্তি খুইয়ে ভয়ংকর রূপ নেয়নি ৷ তবে তা নিম্নচাপে পরিণত হয়ে রেকর্ড বৃষ্টি ডেকে এনেছে দক্ষিণবঙ্গে ৷ ডিসেম্বরেও টানা ঘ্যানঘেনে বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে নাকানিচোবানি খাইয়েছে মানুষকে ৷ শীতের আশায় থাকা শহরবাসী এই ভেজা আবহাওয়া দেখে মাথা গরম করলেও, তাদের জন্য ভাল খবরও আছে ৷ কারণ নাগাড়ে বৃষ্টির (Kolkata Rain) জেরে কলকাতায় দূষণ (Kolkata air pollution) অনেকটা কমেছে ৷ শহরের বাতাসের গুণমানের (Kolkata air quality) প্রায় 80 থেকে 90 শতাংশ উন্নতি হয়েছে ৷
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক ও পরিবেশবিদরা এই সুখবর দিয়েছেন ৷ মঙ্গলবার সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্স (Latest Air Quality Index of Kolkata) ভিক্টোরিয়া মেমোরিয়ালে 20 (ভাল), বালিগঞ্জে 43 (পরিমিত), রবীন্দ্র সরোবরে 33 (ভাল), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 51 (সন্তোষজনক) ছিল ৷
আরও খবর:কলকাতার বাতাসের গুণমান আপাতত ভালো, তবে লকডাউন উঠলেই বাড়বে দূষণ
গত দু'দিনের দুর্যোগ ও বৃষ্টির আগে 3 ডিসেম্বরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে 185 (পরিমিত), বালিগঞ্জে 212 (খারাপ), রবীন্দ্র সরোবরে 163 (পরিমিত), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 307 (খুব খারাপ)৷