কলকাতা,15 অগস্ট: মেট্রো যাত্রাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Initiative of Kolkata Metro on the Eve of 76th Independence Day) । মেট্রো স্মার্ট কার্ডে এখন থেকে থাকবে আজাদি কা মহোৎসব লোগো। আজ থেকেই কাউন্টারে মিলবে এই বিশেষ লোগো যুক্ত স্মার্ট কার্ড। 76 তম স্বাধীনতা দিবসে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হল।
সবমিলিয়ে মেট্রোর স্মার্ট কার্ড সেজে উঠেছে নতুন রূপে। খোলনোলচে একেবারে বদলে যাচ্ছে আজ থেকেই । এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নতুন স্মার্টকার্ড । স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশ জুড়ে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি চলছে। এই কর্মকাণ্ডেই সামিল হয়েছে কলকাতা মেট্রোও ।