কলকাতা, 15 সেপ্টেম্বর :বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা ৷ আর বৃষ্টি মানেই বাজারে সবজি থেকে মাছ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও দফায় দফায় বাড়বে ৷ আজ বাজার যাওয়ার আগে এক নজরে দেখে নিন সবজি থেকে মাছ, মাংস ও ডিমের দাম কত ৷ যদিও শহরের বাজার হিসাবে দামের তারতম্য লক্ষ্য করা যাবে ৷
- কাঁচা সবজি:
জ্যোতি আলু: 28 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 35-38 টাকা কিলো
আদা: 90 টাকা কিলো
রসুন: 80 টাকা কিলো
পেঁয়াজ: 24-25 টাকা কিলো
উচ্ছে: 30 টাকা কিলো
বেগুন: 40 টাকা কিলো
পটল: 30 টাকা কিলো
কুঁদরি: 20 টাকা কিলো
গাঁটি কচু: 40 টাকা কিলো
কাঁকরোল: 30 টাকা কিলো
ঝিঙে: 40 টাকা কিলো
ঢ্যাঁড়শ: 40 টাকা কিলো
কুমড়ো: 35 টাকা কিলো
লাউ: 40 টাকা কিলো
টমেটো: 50 টাকা কিলো
পেঁপে: 20 টাকা কিলো
চিচিঙ্গে: 40 টাকা কিলো
শসা: 40 টাকা কিলো
মটরশুঁটি: 100 টাকা কিলো
বাঁধাকপি: 35 টাকা কিলো
ফুলকপি: 30 টাকা পিস
বরবটি: 45 টাকা কিলো
ধনেপাতা: 10 টাকা আঁটি
পুঁই শাক: 8 টাকা আঁটি
লাল শাক: 5 টাকা আঁটি
পাটশাক: 5 টাকা আঁটি
কাঁচালঙ্কা: 100 টাকা কিলো
পাতিলেবু: 2-3 টাকা পিস
আরও পড়ুন:লক্ষ্মীবারে ব্যাসায় শ্রীবৃদ্ধির শুভক্ষণ জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল
- মাছ: