পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Arpita Mukherjee: ডিভিশন ওয়ান বন্দি হিসেবে জেলে কী কী সুবিধা পাবেন অর্পিতা - Supreme Court

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) জড়িত সন্দেহে ধৃত অর্পিতা মুখোপাধ্য়ায়কে (Arpita Mukherjee) 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷ ইডির (ED) আবেদন অনুযায়ী, তাঁর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার আর্জিও মঞ্জুর হয়েছে ৷ জেলে আর কী কী সুবিধা পাবেন অর্পিতা ?

know the preference arpita mukherjee to get in Judicial Custody
Arpita Mukherjee: ডিভিশন ওয়ান বন্দি হিসেবে জেলে কী কী সুবিধা পাবেন অর্পিতা

By

Published : Aug 5, 2022, 8:26 PM IST

Updated : Aug 5, 2022, 8:57 PM IST

কলকাতা, 5 অগস্ট : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হেফাজতের মেয়াদ শেষ অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) ৷ এবার তাঁকে থাকতে হবে বিচারবিভাগীয় হেফাজতে ৷ শুক্রবার ব্যাঙ্কশাল আদালত তেমনই নির্দেশ দিয়েছে ৷ আগামী 14 দিন তাই অর্পিতার ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার ৷

টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধারের পর তাঁকে গ্রেফতার করে ইডি (ED) ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে অর্পিতার সম্পত্তির হিসেব ৷ তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 28 কোটি টাকা, প্রায় 5 কোটি টাকার সোনার গয়না-সহ আরও অনেক কিছু ৷ এছাড়াও পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) নমিনি করে তাঁর নামে 31টি জীবন বিমা, পার্থর সঙ্গে তাঁর যৌথ সম্পত্তি, কোম্পানির হদিশও পেয়েছে ইডি ৷

সেই কারণেই ইডি মনে করছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্তে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন অর্পিতা ৷ সেই কারণেই জেলে তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত ৷ এদিন আদালতে ইডির তরফে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ এডুলজি ৷ তিনি আদালতের কাছে আর্জি জানান যে অর্পিতাকে ডিভিশন ওয়ান বন্দির মর্যাদা দেওয়া হোক ৷ জেলের মধ্যে যেন তাঁর নিরাপত্তা আঁটোসাঁটো হয় ৷ তাঁর খাবারও প্রত্যেকবার পরীক্ষা করে দেওয়া হোক ৷ কারণ, অর্পিতার প্রাণ সংশয় রয়েছে ৷

আদালত ইডির আবেদন মঞ্জুর করেছে ৷ আলিপুর মহিলা সংশোধনাগারকে অর্পিতার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রশ্ন উঠেছে, ডিভিশন ওয়ান বন্দি সাধারণ বন্দিদের থেকে কী কী বাড়তি সুবিধা জেলের ভিতরে পান ?

এই বিষয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী কৌশিক গুপ্ত জানিয়েছেন, ডিভিশন ওয়ান বন্দিরা কারেকশনাল ম্যানুয়াল অনুযায়ী বেশ কিছু বাড়তি সুযোগসুবিধা পান ৷ এর মধ্যে প্রথমেই হল নিরাপত্তা । অন্য বন্দিদের চেয়ে এই ধরনের বন্দির নিরাপত্তা বেশি হয় ৷ নজরদারিও বেশি থাকে ৷ এছাড়া খাবার নিয়ে এই ধরনের বন্দিদের পছন্দকে গুরুত্ব দেয় জেল কর্তৃপক্ষ ৷ নিরাপত্তায় জোর দিতে এই ধরনের বন্দিকে আলাদাভাবে রাখা হয় ৷

আরও পড়ুন :জামিনের আবেদন খারিজ, 14 দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা

Last Updated : Aug 5, 2022, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details