পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Buddhadeb-Subrata : ক্যারাম বোর্ডে মুখোমুখি বুদ্ধ-সুব্রত, কবে এই ম্যাচ হয়েছিল জানেন ? - Subrata Mukherjee

বুদ্ধদেব ভট্টাচার্য ও সুব্রত মুখোপাধ্যায়, রাজনীতির অঙ্গনের বাইরেও সম্মুখসমরে নেমেছিলেন ৷

know the detail fact about buddhadeb bhattacharjee subrata mukherjee carom match
Buddhadeb-Subrata : ক্যারাম বোর্ডে মুখোমুখি বুদ্ধ-সুব্রত, কবে এই ম্যাচ হয়েছিল জানেন ?

By

Published : Nov 5, 2021, 8:13 PM IST

কলকাতা, 5 নভেম্বর : বিভিন্ন মহলের বিভিন্ন আলোচনায় তাঁর বর্ণময় রাজনৈতিক জীবন বারবার ফিরে এসেছে গত কয়েক দশকে৷ কিন্তু দীপাবলির রাতে তাঁর জীবন-বাতি নেভার পর থেকে সেই আলোচনা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে৷

কেমন ছিলেন রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়, তা বোঝাতে গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ স্মৃতিচারণ করেছেন৷ আবার কেউ কেউ তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি আপলোড করে সুব্রতবাবুর ব্যক্তিত্বের ব্যাপ্তি বোঝাতে চেয়েছেন৷

আরও পড়ুন :Subrata Mukherjee : ফিরে দেখা সুব্রত মুখোপাধ্যায়ের বর্ণময় কেরিয়ার

সেই রকমই একটি ছবি গত কয়েক ঘণ্টায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ছবিটিতে বঙ্গ-রাজনীতির যুযুধান দুই পক্ষকে লড়াই করতে দেখা গিয়েছে৷ তবে সেই লড়াই চলছিল ক্যারামের বোর্ডে৷ একপাশে সুব্রত মুখোপাধ্যায়৷ আর অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্য৷

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই নানা প্রশ্ন ঘোরাফেরা করছে৷ কোথায়, কবে এই ম্যাচ হল ? সেই তথ্যই খুঁজতে গিয়ে জানা গেল যে এই ম্যাচ হয়েছিল কলকাতা প্রেস ক্লাবে৷ ছবিতে অবশ্য ক্লাবের ব্যানার চোখে পড়ছে৷

আরও পড়ুন :Subrata-Jyoti Basu : কংগ্রেস হারায় সুব্রতর বাড়িতে হামলা হয়, বাঁচিয়েছিলেন জ্যোতি বসু

ক্লাবের বর্তমান সভাপতি স্নেহাশিস সুরকেও ছবিতে দেখা যাচ্ছে৷ তিনি তখন ছিলেন ক্লাবের সম্পাদক৷ তিনি জানালেন, 2005 সালে ওই ম্যাচ হয়েছিল৷ প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্য ও সুব্রত মুখোপাধ্য়ায় এসেছিলেন৷

যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় দু’জনে শুধু রাজনীতিতে নয়, প্রশাসনেও প্রবল প্রতাপশালী৷ বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বসেন রাইটার্স বিল্ডিংয়ে৷ যাকে বড় লালবাড়িও বলা হয়৷ আর সুব্রত মুখোপাধ্যায় তখন কলকাতার মেয়র৷ নিউ মার্কেট এলাকায় পুরভবন থেকে কলকাতার প্রশাসন চালান৷ যে বাড়ি আবার ছোট লালবাড়ি নামে পরিচিত৷

আরও পড়ুন :Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব

স্নেহাশিস সুর জানালেন, বুদ্ধদেব ও সুব্রত, দু’জনের ক্যারাম প্রীতির কথা তাঁদের জানা ছিল৷ তাই প্রেস ক্লাবের এক কোণে ক্যারাম বোর্ডের ব্যবস্থা করা ছিল৷ সেখানেই এই ম্যাচ হয়েছিল৷

তবে সেই ‘ফ্রেন্ডলি’ ম্যাচে বড় না ছোট, কোন ‘লালবাড়ির’ কর্তা জিতেছিলেন, সেই উত্তর অধরাই থেকে গিয়েছে৷

আরও পড়ুন :Moonmoon Sen-Subrata Mukherjee : পায়ে মাথা ঠেকিয়ে সুব্রতকে শেষ শ্রদ্ধা মুনমুন সেনের

ABOUT THE AUTHOR

...view details