কলকাতা, 28 মে : দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের মায়ের বাড়ি এলাকা সৌন্দর্যায়নের প্রকল্পে বস্তিবাদীদের ফ্ল্যাট দেওয়ার বাকি কাজে হাত দিতে চলেছে কলকাতা পৌরনিগম (KMCs Plan about Beatification Project of Baghbazar Mayer Bari) । জানা যাচ্ছে, পুজোর আগে বাগবাজারের 'মায়ের বাড়ি' প্রকল্পের বাকি পড়ে থাকা ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু হতে পারে ।
কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপরঞ্জন বক্সি-সহ বিভিন্ন বিভাগের আধিকরিকদের নিয়ে এবিষয় বৈঠক হয় । মূলত, আলোচনা হয় আর্থিক বিষয় নিয়ে । বাকি কাজের জন্য দ্রুত টেন্ডার ডাকা হবে বলেই জানান 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ ।
বাগবাজারে চারপাশে ঘিঞ্জি বস্তি আর তার একপাশে সারদা মায়ের বাড়ি । ভিনরাজ্য থেকে শুরু করে দেশ-বিদেশ থেকে এখানে আসেন ভক্তরা । তাই কয়েক বছর আগে সিদ্ধান্ত হয় মায়ের বাড়ি ও আশপাশের এলাকা সুন্দর করে সাজিয়ে তোলা হবে । আশপাশে যে সমস্ত বস্তি আছে, সেই বাড়ি ভেঙে অদূরেই বিকল্প জায়গায় তাঁদের একটি করে ফ্ল্যাট করে দেওয়া হবে ।