কলকাতা, 1 জানুয়ারি : বিনোদনমূলক কর সময়মতো না জমা দিলে ট্রেড লাইসেন্স বাতিল করবে কলকাতা পৌরনিগম। কলকাতা পৌরনিগম দ্রুত এই নিয়ম চালু করতে চলেছে। বিনোদনমূলক কর বকেয়া থাকলে রিনিউ করা হবে না ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স রিনিউ করার সময় বিনোদনমূলক বকেয়া কর জমা দিতে হবে। শহরের বহু বিনোদনমূলক পার্ক, হোটেল, থিয়েটার হল-সহ বিভিন্ন বিনোদনমূলক সংস্থার দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে পৌরনিগমের বিনোদনমূলক কর। ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম পুর কর আদায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম পদক্ষেপ করেছে। এবার কলকাতা পৌরনিগম বিনোদনমূলক কর আদায়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে চলেছে। চলতি সপ্তাহে পৌরনিগমের বিনোদন বিভাগ কর আদায় বিভাগ লাইসেন্স বিভাগের সঙ্গে বৈঠকে বসবেন অতীন ঘোষ।
বকেয়া বিনোদনমূলক কর আদায় করতে গত 24 ডিসেম্বর থেকে হোটেল, রেস্তরাঁ, ক্লাব, পাব, ডিস্কো, বিনোদনমূলক পার্কগুলিতে অভিযান শুরু করেছে কলকাতা পৌরনিগম। চলতি জানুয়ারি মাস পর্যন্ত সবকটি বিনোদনমূলক সংস্থায় এই অভিযান চালাবে কলকাতা পৌরনিগম। তার কারণ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে শহরের বিভিন্ন বিনোদনমূলক সংস্থা হোটেল, বিনোদনমূলক ক্লাব, ডিস্কো, বিনোদনমূলক পার্কগুলির অনেকের সময়মতো জমা না দেওয়ায় পুর কর রয়েছে। এবার সেই বকেয়া কর আদায় করতেই কড়া পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম।