পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Municipality Corporation এবার দোকান রক্ষণাবেক্ষণের জন্য ভাড়ার 50% দিতে হবে দোকানমালিকদের - kmc will incise rent about 50 percent from all the shop owners

পৌরনিগম এলাকার বাজারে দোকান রক্ষণাবেক্ষনের জন্য দোকান ভাড়ার 50 শতাংশ অতিরিক্ত টাকা দিতে হবে দোকানমালিকদের (kmc will Incise Rent About 50 Percent) ৷ বাজার সংস্কারের খরচ তুলতেই এই সিদ্ধান্ত কলকাতা পৌরসভার ৷

Kolkata Municipality Corporation
দোকান রক্ষণাবেক্ষণের জন্য ভাড়ার 50% দিতে হবে দোকানমালিকদের

By

Published : Aug 17, 2022, 10:01 AM IST

কলকাতা,17 অগস্ট: নিউ মার্কেট থেকে শুরু করে ল্যান্স ডাউন মার্কেট বা পার্কসার্কস- শহরের অধিকাংশ বাজারেরই জরাজীর্ণ অবস্থা। এই সমস্ত বাজার সংস্কার করতে খরচ বিপুল পরিমাণ টাকা প্রয়োজন। কিন্তু পৌর এলাকার ভাড়া বাবদ যে টাকা আয় হয় তা যথেষ্ট নয় বাজার সংস্কারের ক্ষেত্রে। সংস্কারের জন্য চলতি বছরের মে মাসে বিভিন্ন পৌরবাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেছিল কলকাতা পৌরনিগমের বাজার বিভাগ। সেখানে জানানো হয়েছিল ভাড়ার সঙ্গে এবার মার্কেট রক্ষণাবেক্ষণের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা। প্রথমে আপত্তি থাকলেও কয়েক দফা আলোচনায় বরফ গেলে ব্যবসায়ী সংগঠনের। রাজি হন দোকানদাররা। এর পরেই পাকাপাকি সিদ্ধান্ত হয় তবে সম্প্রতি কত টাকা নেওয়া হবে তা নির্দিষ্ট করা হয় । মেয়র পারিষদ বৈঠকে সেই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

পৌরনিগমের এক কর্তা বলেন, ‘‘সব বাজারের ভাড়া এক নয় । যেমন নিউমার্কেটে ভাড়া যা দেয় একটি দোকানদার তার 50 শতাংশ অতিরিক্ত টাকা দেবেন (kmc will Incise Rent About 50 Percent)। সখেরবাজার ব‌্যবসায়িদের ভাড়া নিউমার্কেটের ভাড়া অপেক্ষা কম তাই তাদের 50 শতাংশ টাকাও কম হবে । উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের অধীনে শহর জুড়ে রয়েছে প্রায় 47টি বাজার। ব‌্যবসায়ীর সংখ্যা 10 হাজারের বেশি।

আরও পড়ুন: শহরের সমস্ত বেআইনি মোবাইল টাওয়ার ভাঙবে কলকাতা পৌরনিগম

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বাজার রক্ষনাবেক্ষনের জন্য প্রতি বছর প্রায় 15 কোটি খরচ হয়। তবে ভাড়া বাবদ যে টাকা আসে তা দিয়ে এই রক্ষণাবেক্ষণ সম্ভব নয় । দোকানের ভাড়াও সেভাবে বাড়ায়নি। তাই কোষাগার থেকে নয় এবার দোকাদারদের থেকেই রক্ষনাবেক্ষনের খরচ নেওয়ার পথে হাঁটল পৌরনিগম কর্তৃপক্ষ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details