কলকাতা, 27 এপ্রিল : তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর মানুষজনের । এই গরমে পাল্লা দিয়ে বাড়ছে জলকষ্ট । দক্ষিণ কলকাতা বা সংযুক্ত এলাকার বহু জায়গায় দেখা দিচ্ছে জলের হাহাকার । বহু জায়গায় এখনও পরিস্রুত পানীয় জল পান না নাগরিকরা । সেই সব এলাকায় ভরসা গভীর নলকূপের জল । তবে এই ভয়ংকর গরমে জলের স্তর নেমে যাওয়াতে সেখানেও জলের সংকট তৈরি হয়েছে (KMC to provide extra Drinking Water car in Kolkata) ।
এই পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে কর্তৃপক্ষ পানীয় জল চেয়ে আবেদন করছে কলকাতা পৌরনিগমে । সব মিলিয়ে নলবাহিত জল বা নলকূপের জল যা পৌরনিগমের তরফে দেওয়া হয়, তাতে প্রয়োজন মিটেছে না নাগরিকদের । তাই পৌরনিগম প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে যেখানেই জলের প্রয়োজন হবে মানুষের, সেখানেই অতিরিক্ত জলের গাড়ি পাঠিয়ে সমস্যার সমাধান করা হবে ।
কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, "অনেকদিন বাদে গরমে এরকম হিট ওয়েভ হয়েছে । আমরা পৌরনিগমের তরফে চেষ্টা করছি জল সরবরাহ স্বাভাবিক রাখার । গরমে মানুষ স্নান বেশি করছে । গভীর নলকূপ মাধ্যমে যে সমস্ত এলাকায় পানীয় জল যায়, সেখানে জলস্তর নেমে গিয়েছে । যতদিন বৃষ্টি হচ্ছে না, ততদিন এই জলের চাহিদা থাকছে । এমনি কলকাতা ঠিক আছে ।"