পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Advertisement Policy: নয়া নীতিতে নিষিদ্ধ জলাভূমিতে বিজ্ঞাপন, দৃশ্যদূষণে কঠোর কেএমসি - KMC

বিজ্ঞাপন-হোর্ডিং যথেচ্ছ লাগানোয় লাগামহীন দৃশ্যদূষণ হচ্ছে । এই নিয়ে এবার কঠোর হল কলকাতা পৌরনিগম (KMC to ban Advertisements on wetlands ) ।

KMC
KMC

By

Published : Aug 6, 2022, 12:43 PM IST

কলকাতা, 6 অগস্ট: '...ভাবি আমার মুখ দেখাব, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে..।' তিলোত্তমায় সত্যিই আর মুখ দেখানোর উপায় নেই । কারণ, বেআইনি হোর্ডিংয়ে ভরে গিয়েছে শহর । বিজ্ঞাপন-হোর্ডিং যথেচ্ছ লাগানোয় লাগামহীন দৃশ্যদূষণ হচ্ছে । তা বন্ধ করতে পরিবেশ কর্মীরাও বহুবার সরব হয়েছেন । এই নিয়ে এবার কঠোর হল কলকাতা পৌরনিগম (KMC to ban Advertisements on wetlands ) ।

পূর্ব কলকাতার জলাভূমি থেকে শুরু করে কলকাতার নানা প্রান্তে জলাভূমির উপর কংক্রিট পিলার করে লোহার কাঠামো লাগানো হয়েছে । বড় বড় এমন বিজ্ঞাপন লাগানোর লোহার কাঠামো বহু জায়গায় দেখা যায়। নয়া বিজ্ঞাপন নীতিতে দৃশ্যদূষণ কমানোর প্রয়াস নেওয়া হয়েছে। এই ধরনের জলাভূমির উপর লাগাতার কাঠামো করে বিজ্ঞাপিত দৃশ্য 'দূষণ' করে বলেই সরিয়ে দেওয়ার সিদ্ধান ।

সম্প্রতি নতুন বিজ্ঞাপন নীতি কীভাবে বাস্তবায়িত হবে তার জন্য মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে জরুরি বৈঠক হয় । ছিলেন মেয়র পারিষদ (বিজ্ঞাপন) দেবাশিস কুমার ও পৌর কমিশনার বিনোদ কুমার । এবার নতুন নীতি অনুযায়ী, শহরে কোনগুলি হোর্ডিং জোন এবং কোনটি নন-হোর্ডিং জোন তা স্পষ্ট করে বলা হয়েছে । হোর্ডিং জোনে বিজ্ঞাপন লাগানোর নিয়ম কি কি তাও বলা হয়েছে ।

আরও পড়ুন : শহরের সমস্ত বেআইনি মোবাইল টাওয়ার ভাঙবে কলকাতা পৌরনিগম

পাশাপাশি মহানগরে ইউনিপোল ও ডিজিটাল হোর্ডিংয়ের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে । এক আধিকারিককের কথায়, নতুন বিজ্ঞাপন নীতি চূড়ান্ত হয়েছে । যদিও এখনও তা খসড়া আকারেই রয়েছে । যেমন যেমন সমস্যা বা সুবিধার প্রস্তাব আসবে, প্রয়োজনমতো নিয়ম বদল বা যুক্ত করা হবে । পুজোর পর থেকেই লাগু হবে এই নয়া বিজ্ঞাপননীতি ।

ABOUT THE AUTHOR

...view details