কলকাতা, 24 জুলাই : মহানগরে বেআইনি নির্মাণ রুখতে বড়সড় পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম । এবার থেকে শহরে অবৈধ নির্মাণ হলে শোকজ করা হবে বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে । সেই সঙ্গে বেআইনি ভাবে যেটুকু অংশ নির্মাণ করা হয়েছে, সেই অংশ ভেঙে দেবে কলকাতা পৌরনিগম । প্রয়োজন হলে পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরের সাহায্য নেওয়া হবে । শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷
আরও পড়ুন :ভ্যাকসিনের জন্য রাতভর লাইনে দাঁড়ানোর দুর্ভোগ এড়াতে চালু হচ্ছে কুপন
তিনি জানান, অবৈধ নির্বাণ ভাঙার সময় যদি পুলিশ-প্রশাসন পৌরনিগমের সাহায্য না করে, তাহলে পুর-কমিশনার কলকাতা পুলিশের কাছে সরাসরি অভিযোগ জানাবেন । প্রয়োজনে তিনি নিজেও এই বিষয়ে সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ৷
মহানগরে বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের বক্তব্য এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন, অবৈধ নির্মাণের পর প্রোমোটার দ্রুত সেখানে ক্রেতাদের বসবাসের সুযোগ করে দেন ৷ ফলে বাড়ি ভাঙতে গেলে বাসিন্দারা আপত্তি জানান । যার ফলে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে পুরকর্মী ও আধিকারিকদের । তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন :মেধাতালিকায় প্রথম হওয়াটা মেধার ভিত্তিতে, ধর্মের কোনও সম্পর্ক নেই; উষ্মা প্রকাশ ফিরহাদের
তাই কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে শহরে এবার বেআইনি নির্মাণের কাজ শুরু হলেই সেই বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র, ইঞ্জিনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে শোকজ করা হবে এবং প্রয়োজনে সাসপেন্ড করা হবে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, অবৈধ নির্মাণ তৈরি হওয়ার আগেই তা বন্ধ করে দিতে হবে । তাহলে সাধারণ মানুষের ভোগান্তি থেকে রেহাই পাবেন । পুর প্রশাসক জানিয়েছেন, অবৈধ নির্মাণের ক্ষেত্রে পুলিশকে বলা হয়েছে কড়া ব্যবস্থা নিতে এবং পুর আধিকারিকদের সবরকম সহযোগিতা করতে ।
আরও পড়ুন :রাজ্যের যা সর্বনাশ করার করে দিয়েছে তৃণমূল, পার্থকে একহাত সুজনের