পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতার 23 টি বস্তিতে করা হবে স্যানিটাইজ় - corona infection in kolkata

কলকাতা শহরের 23 টি বস্তিতে স্যানিটাইজ় করার সিদ্ধান্ত নিল পৌরনিগম । গোষ্ঠী সংক্রমণ থেকে রুখতে এমন সিদ্ধান্ত ।

corona infection in kolkata
কলকাতায় 23 টি বস্তিতে জীবাণুমুক্তকরণ

By

Published : Jun 30, 2020, 2:28 PM IST

কলকাতা, 30 জুন : কলকাতা পৌরনিগমের মধ্যে রয়েছে 23টি বস্তি । এই বস্তিগুলিই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পৌরনিগমের আধিকারিকদের কাছে । তাদের আশঙ্কা, সেখান থেকে নতুন করে কোরোনা সংক্রমনের সম্ভাবনা প্রবল ।

ইতিমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ কলকাতার 23 টি বস্তির নামের তালিকা তৈরি করে ফেলেছে । সঙ্গে বস্তিগুলিকে জীবাণুমুক্তকরণ করার সিদ্ধান্ত নিয়েছে । আগামী দিনে বস্তিগুলিতে স্প্রে করা হবে । স্বাস্থ্য বিভাগের ধারণা, বস্তিগুলিতে কোরোনা সংক্রমণ হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে চারিদিকে ।

প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, "কলকাতার 16 টি ওয়ার্ডের 23 টি বস্তির তালিকা তৈরি হয়েছে । বস্তিগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে । নিয়মিত বস্তিগুলিতে স্যানিটাইজ়িং করা হবে । সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ।"

তিনি আরও বলেন, "তালিকা অনুযায়ী 1 নম্বর বোরোর 7 নম্বর ওয়ার্ডে সম্প্রতি একসঙ্গে 16 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । 2 নম্বর বোরোর শিমলা রোডের বস্তি, 3 নম্বর চাউল পট্টি রোডের বস্তিতে কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । সব মিলিয়ে প্রায় 120 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।"

অতীন ঘোষের কথায়, "কলকাতায় গোষ্ঠী সংক্রমণ এখনই না ঘটলেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন । তাই বস্তিগুলির ঘরে ঘরে পরীক্ষা করা হবে । পৌর স্বাস্থ্যকর্মীরা ওষুধ সরবরাহ করবে । গোষ্ঠী সংক্রমণ রুখতে বস্তিগুলিতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details