কলকাতা, 7 জুন :ক্রমশ দূষিত হয়ে পড়া পরিবেশ রক্ষায় অঙ্গীকার নিয়েছে কলকাতা পৌরনিগম । সেই অনুসারে চলছে একাধিক তৎপরতা (KMC takes several steps to protect environment)। 106 নম্বর ওয়ার্ডের গরফার 7 বিঘার পুকুরের পর এবার বেহালার এক বিঘার পুকুর । আবর্জনার স্তুপ সরিয়ে পুকুরে টলটলে জল আনতে সংস্কার শুরু করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। একদিকে যেমন পুকুর সংস্কার করে পরিবেশ বাঁচাতে উদ্যোগী, অন্যদিকে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সচেষ্ট হয়েছে কলকাতা পৌর কর্তৃপক্ষ ।
বেহালায় শুরু হল পুকুর সংস্কার । দীর্ঘদিন ধরে আগাছা আর আবর্জনায় ভরাট হচ্ছিল জলাশয় । টক টু মেয়র এবং টক টু কাউন্সিলরে এলাকাবাসীরা অভিযোগ করে । অবশেষে উদ্যোগী হল পৌরসভা । বেহালা ভূপেন রায় রোডর দীর্ঘদিন ধরে এলাকার পুকুর জমি মাফিয়া গ্রাসে যাচ্ছিল । ব্যক্তিগত মালিকানার পুকুর হাতবদল হতেই ঘিরে দেওয়া হয় । প্রাচীর ঘেরা পুকুর আবর্জনা আর জঞ্জালে ভর্তি হতে থাকে । কয়েক মাস আগে কলকাতা পৌরনিগম টক টু মেয়রে ফোন করেন স্থানীয় বাসিন্দারা । প্রস্তুতি শুরু করে কলকাতা পৌরনিগম পরিবেশ বিভাগ । ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা ফের একশো কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের টক টু কাউন্সিলরে ফোন করেন । কলকাতা পৌরনিগম ওই পুকুর নিজেদের অধীনে নেয় । তার আগে বারবার নোটিস দিয়েও ওই জলাশয়ের মালিক কর্তৃপক্ষের সাড়া মেলেনি ।
মঙ্গলবার 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে একদিকে মেশিন অন্যদিকে ম্যানুয়ালি কাজ শুরু করান পুকুর খননের । আগাছা মুক্ত করে, জঞ্জাল সাফ করে পুকুর খনন করা হবে এক মাসের মধ্যেই । শুধু টলটলে জল আর পুকুর খনন নয়, এই জলাশয় এর সৌন্দর্যায়ন করার প্রতিশ্রুতি দেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ।