পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC to Protect Environment : বেহালায় পুকুর সংস্কার, পরিবেশ রক্ষায় একাধিক পদক্ষেপ পৌরনিগমের - কলকাতা পৌরনিগম

পরিবেশ রক্ষায় জোরকদমে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) তরফে চলছে জলাশয় রক্ষা থেকে শুরু করে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ ৷ একদিকে যেমন পুকুর সংস্কার করে পরিবেশ বাঁচাতে উদ্যোগী, অন্যদিকে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সচেষ্ট হয়েছে কলকাতা পৌর কর্তৃপক্ষ (KMC to Protect Environment)।

KMC takes several steps to protect environment
KMC to Protect Environment

By

Published : Jun 7, 2022, 10:21 PM IST

কলকাতা, 7 জুন :ক্রমশ দূষিত হয়ে পড়া পরিবেশ রক্ষায় অঙ্গীকার নিয়েছে কলকাতা পৌরনিগম । সেই অনুসারে চলছে একাধিক তৎপরতা (KMC takes several steps to protect environment)। 106 নম্বর ওয়ার্ডের গরফার 7 বিঘার পুকুরের পর এবার বেহালার এক বিঘার পুকুর । আবর্জনার স্তুপ সরিয়ে পুকুরে টলটলে জল আনতে সংস্কার শুরু করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। একদিকে যেমন পুকুর সংস্কার করে পরিবেশ বাঁচাতে উদ্যোগী, অন্যদিকে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সচেষ্ট হয়েছে কলকাতা পৌর কর্তৃপক্ষ ।

বেহালায় শুরু হল পুকুর সংস্কার । দীর্ঘদিন ধরে আগাছা আর আবর্জনায় ভরাট হচ্ছিল জলাশয় । টক টু মেয়র এবং টক টু কাউন্সিলরে এলাকাবাসীরা অভিযোগ করে । অবশেষে উদ্যোগী হল পৌরসভা । বেহালা ভূপেন রায় রোডর দীর্ঘদিন ধরে এলাকার পুকুর জমি মাফিয়া গ্রাসে যাচ্ছিল । ব্যক্তিগত মালিকানার পুকুর হাতবদল হতেই ঘিরে দেওয়া হয় । প্রাচীর ঘেরা পুকুর আবর্জনা আর জঞ্জালে ভর্তি হতে থাকে । কয়েক মাস আগে কলকাতা পৌরনিগম টক টু মেয়রে ফোন করেন স্থানীয় বাসিন্দারা । প্রস্তুতি শুরু করে কলকাতা পৌরনিগম পরিবেশ বিভাগ । ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা ফের একশো কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের টক টু কাউন্সিলরে ফোন করেন । কলকাতা পৌরনিগম ওই পুকুর নিজেদের অধীনে নেয় । তার আগে বারবার নোটিস দিয়েও ওই জলাশয়ের মালিক কর্তৃপক্ষের সাড়া মেলেনি ।

মঙ্গলবার 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে একদিকে মেশিন অন্যদিকে ম্যানুয়ালি কাজ শুরু করান পুকুর খননের । আগাছা মুক্ত করে, জঞ্জাল সাফ করে পুকুর খনন করা হবে এক মাসের মধ্যেই । শুধু টলটলে জল আর পুকুর খনন নয়, এই জলাশয় এর সৌন্দর্যায়ন করার প্রতিশ্রুতি দেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ।

বেহালায় শুরু হল পুকুর সংস্কার

প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে সচেতনতামূলক প্রচার করা হল মঙ্গলবার । এদিন সকালে রামলাল বাজারে প্রচার করলেন স্থানীয় কাউন্সিলর এবং বিধায়ক । প্লাস্টিকের বদলে চটের ব্যাগ দেওয়া হয় স্থানীয় বাজার করতে আসা ক্রেতা-বিক্রেতাদের । রামলাল বাজারে প্লাস্টিক বন্ধের আবেদন জানিয়ে প্রচারমূলক কর্মসূচিতে ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ।

আরও পড়ুন :Pending property tax of KMC: বকেয়া সম্পত্তিকর আদায়ে আসরে পৌরনিগমের শীর্ষ আধিকারিকরাও

106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ও 105 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীলা মণ্ডল তাঁর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় প্রচার চালান প্লাস্টিক বন্ধ নিয়ে । আগামী দিনে এলাকার অন্যান্য বাজারেও এভাবে সচেতনতার প্রচার করা হবে । যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, "প্লাস্টিক ব্যবহার বন্ধ না হলে কলকাতা পৌরসভার বিভিন্ন নিকাশি নালার জল জমার সমস্যার সুরাহা হবে না । আমরা যাদবপুরের মানুষ প্রতিজ্ঞা করেছি, আমরা সবাই মিলে প্লাস্টিক বন্ধ করব ।"

ABOUT THE AUTHOR

...view details