পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Street dog's birth control-vaccination: পথকুকুরদের টিকা ও নির্বীজকরণে নয়া ভাবনা পৌরনিগমের - কলকাতা পৌরনিগম

পথকুকুরদের টিকা ও নির্বীজকরণে (Street dog's birth control-vaccination) নয়া ভাবনা কলকাতা পৌরনিগমের ৷ আরও বেশি সংখ্যায় তৈরি হতে চলেছে নতুন ডগ পাউন্ড (KMC initiatives for street dogs)৷

KMC initiatives on street dogs
পথকুকুরদের টিকা ও নির্বীজকরণে নয়া ভাবনা পৌরনিগমের

By

Published : May 10, 2022, 5:40 PM IST

Updated : May 10, 2022, 9:39 PM IST

কলকাতা, 10 মে: শহরের পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ (Street dog's birth control-vaccination) আরও বেশি পরিমাণে করতে নতুন ডগ পাউন্ড তৈরির পরিকল্পনা নিল কলকাতা পৌরনিগম ৷

প্রতি বছর আড়াই হাজার পথকুকুরের নির্বীজকরণ আর পাঁচ হাজারের টিকাকরণ করতে পারে কলকাতা পৌরনিগম । প্রাণিসম্পদ দফতরের সহযোগিতায় এ বার তা আরও বেশি করে হবে । হবে প্রতি ওয়ার্ডে । সারা বছর এই কর্মসূচি চলবে কলকাতায় । এর জন্য প্রাণিসম্পদ দফতর কলকাতা পৌরনিগমকে এক কোটি টাকা দিয়েছে । এক বছর ধরে কর্মসূচি নেওয়া হয়েছে ।

প্রাণিসম্পদ দফতর গণনা করে বলছে, কলকাতায় 84 হাজার পথকুকুর আছে । এদের টিকাকরণ করতে হবে । আর এর অর্ধেক প্রায় 42 হাজার পুরুষ কুকুরকে নির্বীজকরণ করতে হবে । তাই তারাতলায় ভাটচালায় একটি বড় জমিতে তৈরি হবে নতুন ডগ পাউন্ড । ডিপিআর তৈরি আছে । প্রাণিসম্পদ দফতর আর্থিক সাহায্য করলেই কাজ শুরু হবে (KMC initiatives for street dogs)।

শহরে নতুন ডগ পাউন্ড তৈরির কথা জানালেন অতীন ঘোষ

কুকুরের কামড় থেকে হয় জলাতঙ্কের মতো মারণ ব্যাধি ৷ কলকাতায় এ বছর জলাতঙ্কে মৃতের সংখ্যা 3 ৷ প্রতি ওয়ার্ডে শিবির হবে । তিন বার করে ওয়ার্ডে স্পেশাল ড্রাইভ হবে । পুরুষ কুকুরকে নিয়ে গিয়ে নির্বীজকরণ করে সাত থেকে দশ দিন রেখে ফের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে । 2010 সালে কুকুরে কামড়ালে মাত্র দু জায়গায় টিকা দেওয়া হত । 2012 সালে 17টি সেন্টার করে কলকাতা পৌরনিগম । তখন জলাতঙ্কে মৃতের সংখ্যা 42 ছিল । এই পরিস্থিতিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে নাগরিককে নিরাপদে রাখতে চায় কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন:KMC crossed 1cr Vaccination : টিকাকরণে কোটির মাইল ফলক পার কলকাতা পৌরনিগমের

এ দিন এই অনুষ্ঠানে (KMC takes initiatives of street dogs' birth control vaccination program) সব কাউন্সিলরদের আমন্ত্রণ থাকলেও হাতেগোনা কাউন্সিলর উপস্থিত হন । তাই মেয়র বলেন, "আরও বেশি জনপ্রতিনিধি আসা উচিত ছিল । এটা গুরুত্বপূর্ণ শিবির । চিকিৎসক নিজের কাজ করবেন । কিন্তু জনপ্রতিনিধি নিজে উদ্যোগ না নিলে টাকা দিয়েও সমস্যা মেটানো যাবে না । এই বিষয় নিয়ে আমরা খুবই ভুক্তভোগী । একদল কুকুর ভালোবাসে, একদল বাসে না । কুকুরদের নিয়ে যাওয়া ও ফেরত আনার বিষয়ে গ্যারান্টি জনপ্রতিনিধিদের নিতে হবে । এটা সহজ কাজ নয় । বহু কুকুরপ্রেমী কুকুরকে সন্তানের মতো ভালোবসেন । তাঁর আবেগে ঘা দেওয়া যাবে না । এই কাজ কতটা গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে, তাঁদের কী ভূমিকা সেটাও বুঝতে হবে । জনপ্রতিনিধিরা এই শিবিরগুলিতে থাকলে ভাল ।"

Last Updated : May 10, 2022, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details