কলকাতা,17 জুন : দক্ষিণ ও পূর্ব কলকাতায় জল সরবরাহের সমস্যা দূর করতে ধাপা জয় হিন্দ জল প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম। বর্তমানে আপার জয় হিন্দ প্রকল্পের ধারণ ক্ষমতা 30 মিলিয়ন গ্যালন। এবার এই জল প্রকল্পের ক্ষমতা আরও 20 মিলিয়ন গ্যালন বৃদ্ধি করতে চায় কলকাতা পৌরনিগম। এদিন কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই আবেদন জানানো হয়েছে। সরকারি অনুমতি মিললে জলধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম ।
কলকাতায় পানীয় জলপ্রকল্পের ক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ - জয়হিন্দ জল প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি
কলকাতায় জল সরবরাহের সমস্যা দূর করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম ৷ এজন্য ধাপা জয় হিন্দ জল প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ এই প্রকল্পের জলধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য কলকাতা পৌরনিগম রাজ্য সরকারের কাছে আবেদন করবে ৷ জানালেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম।
আজ কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়, আরও 20 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন সরবরাহ করার জন্য জয় হিন্দ জল প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন । কলকাতার পূর্ব ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অঞ্চলে জল সরবরাহ করা হয় এই জয় হিন্দ জল প্রকল্প থেকে। কিন্তু বাইপাসের ধারে বহু ফ্ল্যাট ও আবাসন তৈরি হয়েছে । এলাকা বিস্তারের ফলে জনসংখ্যাও অনেকটা বেড়েছে । তাই ওই এলাকায় জলসংকট তৈরি হচ্ছে। এই সংকট কাটাতে প্রতিদিন 20 মিলিয়ন গ্যালন জলের প্রয়োজন রয়েছে ।
এনিয়ে ফিরহাদ হাকিম বলেন, মোট 50 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করতে পারলেই বাইপাসের দুই ধারে বহু এলাকায় জল সরবরাহ করা সম্ভব হবে। যাদবপুর, টালিগঞ্জ, তপসিয়া, তিলজলা, বেলেঘাটা এলাকার মানুষ উপকৃত হবে এই প্রকল্প বাস্তবায়িত হলে। বৈঠকের পর রাজ্য সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এর পাশাপাশি কলকাতায় আরও তিনটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। তবে সবটাই এখন রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।