পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Work : গরফায় 7 বিঘা জলাশয়ের ফের সংস্কার শুরু করল পৌরনিগম - KMC Work

বিশ্ব পরিবেশ দিবসের আগেই গরফায় 7 বিঘা জলাশয়ের ফের সংস্কার কাজ শুরু করল কলকাতা পৌরনিগম (KMC starts renovation of water body in Garfa)। গোটা কাজের তত্ত্বাবধান করছেন 109 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ।

KMC starts renovation of water body in Garfa
KMC Work

By

Published : Jun 4, 2022, 10:26 PM IST

কলকাতা, 4 জুন : গরফার গীতাঞ্জলি ও রূপাঞ্জলী পার্ক এলাকায় ধীরে ধীরে ভরাট চলছিল প্রায় 7 বিঘার পুকুর । জল যত কমেছে, পাল্লা দিয়ে ভরাট হয়েছে পাড়ের এলাকা ৷ মাথা তুলেছে বহুতল । এখনও চলছে নির্মাণ কাজ । সেই খবর বেশ কয়েক মাস আগেই প্রকাশ পায় ইটিভি ভারতে । এর পরেই সেই বিরাট জলাশয় উদ্ধারে সচেষ্ট হয় কলকাতা পৌরনিগম (KMC starts renovation of water body in Garfa)।

পরিবেশ ও জলাশয় দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, জলাশয় ভরাট করা যাবে না । পৌরনিগম ওই জলাশয় ফের পুরোনো জায়গায় ফেরাবে । সেই কথা মতোই বিশ্ব পরিবেশ দিবসের আগেই কাজ শুরু করল কলকাতা পৌরনিগম । জেসিবি দিয়ে চলছে কাদা, কচুরিপানা সরানোর কাজ । নামানো হয়েছে পৌর কর্মীদেরও (KMC Work)।

গরফায় 7 বিঘা জলাশয় ফের সংস্কার কাজ শুরু করল কলকাতা পৌরনিগম

গোটা কাজের তত্ত্বাবধান করছেন 109 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর । তিনি জানান, "এটা মানুষের অনেক দিনের দাবি ছিল । আমি নির্বাচিত হয়ে আসার পরে বলেছিল আমাকে । এই নিয়ে মেয়র, স্থানীয় বিধায়ক, পরিবেশের মেয়র পরিষদের কাছে বিভিন্ন সময় দরবার করেছি । আজ স্বপন পূরণ হচ্ছে ।"

আরও পড়ুন :KMC Green Drive : শহরজুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম

এই ঘটনায় খুশি এলাকার বাসিন্দা থেকে পরিবেশ কর্মীরাও । পরিবেশ কর্মী দেবাশিস রায় বলেন, "টক টু মেয়র থেকে শুরু করে বিধায়ক বহু দরজায় ঘুরেছি। শেষমেষ পুকুরটা ফের সংস্কার হচ্ছে, ভালো লাগছে । আমরা চাই পুকুরে ফের জল থাক । মাছ চাষ হোক, বাস্ততন্ত্র ফেরত পাক ।" কলকাতা পৌরনিগমের পুকুর ও পরিবেশের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, "কিছু অসাধু লোক তারা পুকুর ভরাট করছিল । আমরা বলেছি জলাশয় রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেব । আপনারা বিষয়টি তুলে ধরেছেন । এবার আমরা উদ্যোগ নিয়ে ওই জলাশয় সংস্কার করছি ।"

For All Latest Updates

TAGGED:

Kmc KMC Work

ABOUT THE AUTHOR

...view details