কলকাতা, 15 সেপ্টেম্বর: ডেঙ্গি প্রতিরোধে এবার নোটিশ গেল খোদ কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ তারক সিং'য়ের (Tarak Singh) কাছে। তাঁকে নোটিশ দিল পৌরনিগমের (KMC) স্বাস্থ্য বিভাগ। টালিগঞ্জ সার্কুলার রোডের জমিতে জমা জঞ্জালে মশার লার্ভা মেলার অভিযোগ সামনে আসতেই এই নোটিশ। এপ্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "আইন সকলের জন্য সমান। নাগরিকরা এমন কাজ করলে যেমন নোটিশ দেওয়া হয় পৌরনিগমের তরফে, তেমন মেয়র পারিষদ বলে আলাদা কিছু নেই।"
সঙ্কটজনক কলকাতায় ডেঙ্গি পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায় কাউন্সিলরদের নিয়ে এদিন অধিবেশন শেষ হতেই বৈঠকে বসেন মহানাগরিক। সেই বৈঠকে এই নোটিশের বিষয়টি নিজেই জানান তারক সিং ৷ মেয়র পারিষদ তারক সিং'য়ের 34বি টালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে নোটিশ দিয়েছে পাঠানো হয়েছে পৌরনিগমের তরফে ৷ ওয়ার্ড নম্বর 81 এবং 10 নম্বর বরো ভেক্টর কন্ট্রোল অফিসার রবি প্রামাণিক মেয়র পারিষদকে এই নোটিশ দিয়েছেন।