কলকাতা, 22 অগস্ট: ভোল বদলাচ্ছে কলকাতা পৌরনিগমের অধীনে পরিচালিত প্রাথমিক স্কুলগুলির ৷ নানান রঙের ছোঁয়া লেগেছে কলকাতা পৌরসভার অন্তর্গত প্রাথমিক স্কুলগুলিতে (KMC Primary Schools Convert to Smart Classroom) ৷ সঙ্গে চকবোর্ডের বদলে এসেছে স্মার্ট এলইডি স্ক্রিন (KMC Smart Primary School) ৷ স্কুলের সামনে সবুজ বাগান এবং রয়েছে দোলনা ও খেলার সরঞ্জাম ৷ আর তার সূচনা হল হাটগাছিয়ার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়কে দিয়ে ৷ এই সম্পূর্ণ উদ্যোগটি নিয়েছেন কলকাতা পৌরনিগমের শিক্ষাবিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা ৷ এই স্মার্ট স্কুলের উদ্বোধন করলেন, মেয়র ফিরহাদ হাকিম ৷
মূলত, বেসরকারি স্কুলগুলির সঙ্গে পাল্লা দিতে এবং বাচ্চাদের স্কুলমুখী করতে এই উদ্যোগ নিয়েছেন মেয়র পারিষদ সন্দীপন সাহা ৷ যেখানে বেসরকারি স্কুলগুলিতে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা খরচ করে এমন সব পরিষেবা পাওয়া যায় ৷ সেখানে কলকাতা পৌরনিগমের অন্তর্গত স্কুলগুলিতে বার্ষিক সামান্য খরচে পড়ুয়াদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হবে ৷ হাটগাছিয়ার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়টিকে মডেল স্কুল হিসাবে সাজানো হয়েছে ৷ এর পর অন্যান্য স্কুলগুলিতেও স্মার্ট ক্লাসরুম (Smart Classroom) চালুর পরিকল্পনা রয়েছে ৷