কলকাতা, 3 জুন :বেলেঘাটা মেন রোডে একটি বহুতলের গায়ে হেলে পড়েছে আরও একটি বহুতল । স্বাভাবিকভাবে এমন ঘটনায় বেশ আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । তবে হেলে পড়া বাড়ির আবাসিকরা এই মুহূর্তে প্রকাশ্যে কিছু মন্তব্য করতে নারাজ । এই অবস্থায় হেলে পড়া বহুতলটি সারাতে নোটিস জারি করেছে কলকাতা পৌরনিগম (KMC notice to Beliaghata tilted multi storey building) ৷
সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা । দিন সাতেক পর ফের বাড়িটির পরীক্ষা হবে বলে জানা গিয়েছে । তাঁদের প্রাথমিক অনুমান, মাটি বসে যাওয়ায় ভিত নড়ে গিয়ে এমন ঘটনা ঘটেছে । এরপরই কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের তরফে ওই ফ্ল্যাট সারানোর নির্দেশ দিয়ে নোটিস দেওয়া হল আবাসিকদের বলেই খবর পৌরনিগম সূত্রে ।
স্থানীয় সূত্রের খবর, ওই বহুতল-সহ আশপাশের প্রচুর বহুতল অঞ্চলের শাসকদলের ঘনিষ্ঠ এক নামজাদা প্রমোটার বা তার দলবল করে থাকে । সম্প্রতি, তোলা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় তার নামও জড়িয়েছে । এই ফ্ল্যাট বানাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না, বহুতলের আইনি বৈধতা আছে কি না, সেসব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডের 11/9/1 এবং 11/18/1 নম্বর দু’টি ফ্ল্যাট বাড়ি পাশাপাশি রয়েছে । স্থানীয়দের কথায়, তার মধ্যে 11/9/1 নম্বর বাড়ির ফ্ল্যাটটি খানিকটা হেলে গিয়েছে পাশের বহুতলের গায়ে ।