কলকাতা, 2 এপ্রিল : দু’টি নির্দেশিকা ঘিরে এখন তীব্র বিতর্ক দানা বেঁধেছে কলকাতা পৌরনিগমে । আর্থিক সঙ্কটের মধ্যে অতিরিক্ত খরচে রাশ টানতে কলকাতা পৌরনিগমে তৈরি হয়েছে নতুন কমিটি । আর এর মধ্যেই আরও এক নির্দেশিকায় বলা হয়েছে, ট্যাব কিনতে প্রত্যেক মেয়র পারিষদকে 49 হাজার টাকা করে দেওয়া হবে ৷ সঙ্কটের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে পৌরনিগম । সেই বিতর্ক ঢাকতে এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে নিশানা করলেন মেয়র ফিরহাদ হাকিম (KMC Mayor Firhad Hakim Reacts on MIC Tab Allotment) ।
আর্থিক দৈন্যদশার মধ্যে কিভাবে মেয়র পরিষদদের জন্য ট্যাব কেনার ছাড়পত্র দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী কাউন্সিলররা (KMC Opposition Raised Questions over MICs Tab Allotment) । আর এবার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম (Kolkata's Mayor Firhad Hakim) বলেন, "আমি আধুনিকীকরণকে বিরোধিতা করতে পারি না । যে ভুলটা জ্যোতিবাবু করে গিয়েছেন কম্পিউটার ঢুকতে দেব না বলে, সেই ভুলটা করলে আমাদের ক্ষতি । আর আধুনিকীকরণের জন্য সারা বছর যে কাগজ লাগে, তার তুলনায় একবার একটা কম্পিউটার কিনলে অনেক বেশি সাশ্রয় হবে । এককালীন খরচ কিন্তু অনেকটা সাশ্রয় হবে ।"
তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘‘এই যেমন বিদ্যুৎ চালিত যানবাহন তার দাম বেশি ৷ কিন্তু একবার কিনলে, পেট্রলের খরচটা কম হবে বলেই আমরা বিদ্যুৎ চালিত যানবাহনের কথা বলছি । অনেকে বলবে এই সময় খরচ বাড়ানো হল ৷ কিন্তু এটা খরচ বাড়ানো নয় । আমাকে তো খেতেও হবে ৷ আমার কাছে টাকার অভাব রয়েছে মানে আমি খাওয়া বন্ধ করে দেব ! পড়া বন্ধ করে দেব ! তা হয় না । আজকের দিনে কম্পিউটার একটা আবশ্যক জিনিস ।’’