পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Pension Controversy : ‘ভুয়ো নোটিশ’, কর্মীদের পেনশন বন্ধ না হওয়ার আশ্বাস ফিরহাদের - পৌরসভার মাথায় হাজার কোটির দেনার বোঝা থাকলেও পেনশন আটকাবে না, সাফাই ফিরহাদের

বৃহস্পতিবারের নোটিশকে ভুয়ো বলে দাবি মেয়র ফিরহাদ হাকিমের (KMC Mayor Firhad Hakim) ৷

KMC Pension Controversy
পৌরসভার মাথায় হাজার কোটির দেনার বোঝা থাকলেও পেনশন আটকাবে না, সাফাই ফিরহাদের

By

Published : Jan 28, 2022, 7:07 PM IST

Updated : Jan 28, 2022, 7:15 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: "পেনশন সংক্রান্ত নোটিশ ভুয়ো । হাজার কোটি দেনার দায় মাথায় থাকলেও পেনশন ও বেতন নির্দিষ্ট সময়েই পাবেন পৌরকর্মীরা", বললেন মেয়র ফিরহাদ হাকিম ৷ কলকাতা পৌরনিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আটকে যাওয়া এবং তা নিয়ে পৌরনিগমের নির্দেশিকা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তার প্রেক্ষিতে এই মন্তব্যই করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim speaks on KMC Pension Controversy) ৷

যে নোটিশ ঘিরে এত বিতর্ক, তোলপাড় ফেলে দেওয়া সেই নোটিশকে শুক্রবার সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, "এই নোটিশ পৌরসভাকে অসম্মান করার লক্ষ্যেই টাঙিয়েছে কেউ । এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি ৷"

বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে কলকাতা পৌরসভার পেনশন সংক্রান্ত একটি নোটিশ ৷ তাতে বলা হয়েছে আর্থিক সমস্যা আছে কলকাতা পৌরসভার, তাই গত 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের অবসরকালীন ভাতা-সহ সমস্ত আর্থিক সুযোগ-সুবিধা এখন দেওয়া যাচ্ছে না । আর এই নোটিশ প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় কলকাতা পৌরনিগমের বর্তমান কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে । বিরোধীরাও বিষয়টি নিয়ে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরবোর্ডকে কাঠগড়ায় তোলে ৷ অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রায় দেউলিয়া পৌরসভায় আগামী দিনে অনেক বড় বিপদের মুখে পড়তে চলেছেন পৌরকর্মীরা ।

আরও পড়ুন :ভাঁড়ারে টান কলকাতা পৌরনিগমের, টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্তরা

এদিন নবাগত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে পৌরনিগমের অধিবেশন কক্ষে আসেন । তবে অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলনে এই পেনশন বন্ধ সংক্রান্ত যাবতীয় বিতর্কে জল ঢালার চেষ্টা করেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে নোটিশ নিয়ে এত শোরগোল, তা বিরোধী দলের কেউ পৌর কর্তৃপক্ষকে অসম্মান করার জন্য দিয়েছিল ৷ এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান ৷ পাশাপাশি তিনি এও জানান, পৌরনিগম আর্থিক সংকট থাকলেও কর্মচারীদের বেতন এবং প্রাক্তন কর্মচারীদের পেনশন দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই । সেটাই তাঁদের প্রধান লক্ষ্য থাকবে । এই নিয়ে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে হবে না কর্মীদের । তবে মেয়র এদিন স্বীকার করে নেন, এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের মাথার উপর প্রায় এক হাজার কোটি টাকার দেনা ।

Last Updated : Jan 28, 2022, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details