পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Vaccination : আগামী সপ্তাহ থেকে ফের বদল হতে পারে করোনা টিকাকরণের সময়সূচি

এখন সপ্তাহে তিনদিন প্রথম ডোজ দেওয়া হচ্ছে৷ আর বাকি তিনদিন দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল ৷ কিন্তু দ্বিতীয় ডোজের দিনগুলিতে লোক হচ্ছিল না ৷ সেই কারণে আগামী সপ্তাহ থেকে ফের বদল হতে পারে করোনা টিকাকরণের সময়সূচি ৷

kmc-may-change-schedule-of-covid-vaccination
আগামী সপ্তাহ থেকে ফের বদল হতে পারে করোনার টিকাকরণের সময়সূচিতে

By

Published : Aug 19, 2021, 7:52 PM IST

কলকাতা, 19 অগস্ট : কলকাতা শহরে বদল হতে পারে করোনার টিকাকরণের সময়সূচি । দ্বিতীয় ডোজের টিকা প্রাপক না থাকায় সমস্যায় পড়েছে কলকাতা পৌরনিগম । গত সপ্তাহ থেকে তিনদিন করোনার প্রথম ডোজ এবং তিনদিন করোনার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় । করোনার প্রথম ডোজের জন্য মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার স্থির করা হয় এবং দ্বিতীয় ডোজ সোমবার, বুধবার ও শুক্রবার দেওয়া হয় ।

আরও পড়ুন :Lalbazar : নাইট ক্লাব ও হুক্কাবারে যুবসমাজের দেদার মাদক সেবনে চিন্তায় লালবাজার

কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে । প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য যখন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সেখানে কলকাতা পৌর নিগমের স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারগুলিতে দ্বিতীয় ডোজের প্রাপকদের দেখা নেই । তাই প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে হাতেগোনা কয়েকজন মাত্র আসছেন করোনার দ্বিতীয় ডোজের জন্য ।

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে পুরনো কর্মসূচিতেই করোনা টিকা দেওয়ার নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে । দিনের প্রথমার্ধে করোনার প্রথম ডোজ ও দ্বিতীয়ার্ধে করোনার দ্বিতীয় ডোজের টিকাকরণ পুনরায় শুরু হতে পারে ।

আরও পড়ুন :Kolkata Municipal Corporation : শহরে অবৈধ নির্মাণ রুখতে কড়া কলকাতা পৌরনিগম, তৈরি হল কমিটি

কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ এই নিয়ে বৈঠক করবেন রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে । আগামী সোমবার থেকে করোনার টিকাকরণের কর্মসূচি ফের বদল হতে পারে । এর পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন, শয্যাশায়ী অসুস্থ ব্যক্তি ও শহরের 80-র বেশি বয়সী নাগরিকদের জন্য দুয়ারে ভ্যাকসিনের প্রকল্পের কাজ শুরু হয়েছে । শহরের বহু নাগরিক দুয়ারে ভ্যাকসিনের জন্য কলকাতা পৌরনিগমের কাছে আবেদন জানিয়েছেন । আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত শুরু হবে দুয়ারে ভ্যাকসিনের এই প্রকল্প ।

ABOUT THE AUTHOR

...view details